Sutanu Sinha

Action Drama Horror

3.3  

Sutanu Sinha

Action Drama Horror

জঙ্গলে অমঙ্গল

জঙ্গলে অমঙ্গল

16 mins
8.1K


অদ্ভুত এক অনুভূতি হচ্ছিলো বুবাই এর । এই প্রথম বাবা মা এর সাথে সে জঙ্গল বেড়াতে এসেছে । ছোটবেলা থেকে অনেক জঙ্গল এর গল্প পড়লেও কখনো জঙ্গল দেখার সুযোগ হয়নি বুবাই এর । তাই পরীক্ষা শেষ হবার মাত্র ১০ দিনের মধ্যে এরকম একটা ঘোরার উপহার যে সে বাবা মা এর কাছ থেকে পাবে তা ভাবতেই পারিনি । প্রতি বছর ই ফাইনাল পরীক্ষা শেষ হলে ঘুরতে যাই বুবাইরা । কখনো মামা , মাসি দের দল এর সাথে , কখনো জেঠু, পিসিদের সাথে , আবার কখনো বাবা বা মা এর কোনো বন্ধু দের সাথে । যাদের সাথেই যাক বুবাই এর সমবয়সী কাউকে না কাউকে পেয়ে যাই । তাই খুব এনজয় করে সে ।

কিন্ত এতো ঘোরার মধ্যে ও জঙ্গল ঘোরা কখনো হয়ে ওঠেনি বুবাই এর । তাই এই প্রথম বার জঙ্গল ভ্রমণ এ বেরিয়ে বুবাই এর সঙ্গী দুই মাসীমণি আর দুই মামাদের পরিবার, সঙ্গে বাবা মা । আর এই দলে বুবাই এর অন্তরঙ্গ সঙ্গী 'তোরা' বড় মাসির মেয়ে ।এখানে আসার আগেই বুবাই আর তোরা র ফোন অনেক বার কথা হয়ে গেছিলো । কি করবে , কি খাবে , আর সব থেকে বড় ব্যাপার কোন গুলো বাবা মা দের জানানো যাবে আর কোন গুলো নয় । তাই ট্রেন এ উঠে সবাই যখন নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত , বুবাই আর তোরা নিজেদের কে একটু আলাদা করে নিলো , আর নিজেদের পরিকল্পনা গুলো কে সাজাতে থাকলো । দু জন এই বাংলা আর ইংলিশ গল্পের পোকা , আর কেমন যেন সব গল্পেই তারা জঙ্গল, পশুপাখির সাথে কোনো এক অশরীরীর অস্তিত্ব সব সময় পেয়েছে ।যদিও দু জন এর এ এসব এ এক দম বিশ্বাস ছিল না । তাই তাদের পরিকল্পনা তেই ছিল , জঙ্গল মানেই অশরীরী নয় সেটা অনুভব করা । তাই গল্পের কথা মতো জঙ্গল এর যে সব জায়গায় অশরীরীর উপস্থিতি প্রত্যাশিত সেই জায়গাগুলো তে যে ভাবেই হোক তারা দু জন এক বার করে যাবে এবং দেখে আসবে এরকম ই ঠিক করলো দুজন এ ।

খাওয়া দাওয়া সম্পূর্ণ হলে, আর দু জন এর গল্পের বহর একটু কমে এলে , যে যার সিট এ ফিরে গেলো । কিন্ত মনের মধ্যে থেকে গেলো গভীর জঙ্গল, পশু পাখি আর অশরীরী । ট্রেন এর অদ্ভুত দুলুনি , বাবা মার ছোট খাটো বকুনি , আর জঙ্গল ঘুরতে যাবার অনুভূতি নিয়ে, কখন যে চোখের পাতায় ঘুম এসে গেলো বুঝতেই পারলো না দু জন এ । বুবাই দেখতে পেলো , দু জন এ কোনো এক গভীর জঙ্গল এ হাঁটছে , বলতে গেলে এক রকম হারিয়ে ই গেছে তারা , কারণ তাদের সাথে কারোকেই দেখতে পাচ্ছে না বুবাই । সত্যি একটু ভয় লাগতে শুরু করলো বুবাই আর তোরার । হঠাৎ একটা বিশ্রী শব্দে চমকে উঠলো তারা , পিছন ফিরে দেখলো কোনো একটা বড় আকারের পশু যেন এগিয়ে আসছে তাদের দিকে , প্রাণ প্রনে চিল্লানোর চেষ্টা করতে থাকলো দু জন এ । কিন্ত কিছুতেই পারছে না । অনেক কষ্টে মা বলে যখন ডেকে উঠলো , আর দু জন এ চোখ চেয়ে তাকালো , দেখলো সবাই ব্যাগ গোচাচ্ছে নামার জন্য , আর মা তাদেরকে ডাকতে এসেছে । দু জন এ খুব লজ্জা পেলেও চ্যাঁচিয়ে ওঠার কারণ কাউকে জানালো না ।সবাই ট্রেন থেকে নামার ব্যাপার এ এতটাই ব্যস্ত ছিল , কারোর জিজ্ঞেস করার সময়ও ছিল না । বুবাই আর তোরা এক হতেই দু জন এ দু জন এর স্বপ্নের গল্প বলতে শুরু করলো । দু জন এর স্বপ্ন শুনে দু জন এই অবাক হলো । কারণ এক দম এক ই স্বপ্ন দু জন এ কি করে দেখলো সেটা বুঝতে পারছিলো না । বুবাই এক বার ভাবলো বাবাকে বলবে , কিন্ত বললে যদি স্বপ্ন টা সত্যি না হয় তাই চুপ করে রইলো । কারণ দু জন এই চাইছিলো স্বপ্ন টা সত্যি হোক ।

গেস্ট হাউস এ পৌঁছনোর পর যখন সবাই খাওয়া দাওয়া আর ঘর নিয়ে ব্যস্ত হয়ে পড়লো,তখন দুই ভাই বোন মিলে নিজেদের আগে থেকে ভেবে রাখা কিছু জিনিস আলাদা করা শুরু করলো । জিনিস গুলো বাকিদের কাছে মামুলি হলে ও , তাদের কাছে সেগুলোর মূল্য অনেক বেশি । দু জন এর ব্যাগ থেকেই বেরিয়ে এলো টর্চ , নারকেল দড়ি ,বাবার কাছে বায়না করে কেনা জঙ্গল জুতো , আর আগুন বেরোনো বন্দুক। বুবাই শুধু অতিরিক্ত হিসাবে নিয়েছিল একটা বাঁশি , যা বিপদ এ পড়লে সবাই কে নিজের অবস্থান বোঝাতে সাহায্য করবে । দুই ভাই বোন এর রাতের ঘুম এলোই না বললেই চলে অপেক্ষা করতে থাকলো জঙ্গল এর সেই শান্ত পরিবেশ এর জন্য ।

পরের দিন সকালে নিজেদের জিনিস গুলো একটা ব্যাগ এ ঢুকিয়ে সবার আগে গাড়িতে গিয়ে উঠলো । দু জন এর মধ্যে চুপি চুপি অনেক কথা হয়ে গেলো, যা শুধু মাত্র তারাই বুঝতে পারলো । গাড়ি যত বেশি জঙ্গল এ প্রবেশ করতে লাগলো ততই মনের মধ্যে উৎসাহ আরো বাড়তে লাগলো আর খুঁজতে লাগলো সেই অজানা আতঙ্ক কে । গাড়ি তাদের সবাই কে বেশ অনেক টা দূরেই নামিয়ে দিলো । এর পর চললো সেই দুর্গম হাঁটার রাস্তা । বুবাই আর তোরা সবার আগে চলতে থাকলো । সবাই মিলে পৌঁছলো এক ঝর্ণার কাছে । যা দেখে সবার কথা হারিয়ে যাবার দশা হল। জঙ্গল এর অদ্ভুত নীরবতাকে ভঙ্গ করে সবাই মেতে উঠলো ঝর্ণাই স্নান করার খেলায় ।ঝর্ণা তে স্নান করতে করতে দুই ভাই বোন ও সুযোগ পেয়ে গেলো এর উপরে যাবার । নিচ থেকে মা দের আওয়াজ ভেসে আসছিলো নিচে আই , কিন্ত তখন যেন ২ জন এ সব বাঁধা পেরিয়ে গেছে, পাথর এর এক অদ্ভুত অবস্থান বুঝতে না পেরে হালকা স্লিপ খেলো বুবাই , তাতে উল্টো দিকের জঙ্গল এ উল্টে গেলো সে , কিন্ত পরে যাবার আগেই জঙ্গল গাছ টাকে আঁকড়ে ধরলো, তোরা বুবাই হাত ধরেই ছিল , তাই এক ই দিকে তোরা ও ওল্টালো , আর দু জন এ এক সাথে ঝর্ণার পাহাড় এর ঠিক উল্টো দিকে চলে এলো । ওপাশ থেকে বাবা মা দের আওয়াজ এখন খুব হালকা শোনা যাচ্ছে । দু জন এ একটু ভয় পেয়ে গেলো বটে । হারিয়ে যাবো এরকম ভাবনা আর সত্যি কারের হারিয়ে যাবার মধ্যে যে বিস্তর পার্থক্য তা অনুভব করতে পারলো । তোরা বললো চল বুবাই ফিরে যাই , বুবাই বললো সে তো যাবো কিন্ত এই পাথর টপকানো তো সম্ভব নয় ,আমাদের উপায় বার করতে হবে ফেরার অন্য কোনো ভাবে । তখন এ দু জন এ অনুভব করলো , একটা জোর কম্পন । অনেক টা কোনো ভারী কিছু লাফিয়ে পড়লে এরকম শব্দ হয় ।বেশ ভয় পেয়ে গেলো দু জন এ । কিন্ত দু জন যথেষ্ট সাহসী বাচ্ছা , এতো সহজে হেরে যাই না । দু জন এ মিলে ঠিক করলো জলের শব্দ ধরে ফিরবে , কারণ এই ঝর্ণার জল কে ধরেই তারা কোনো কোনো না কোনো জায়গায় ঠিক পৌঁছবে । দু জন এ জলের আওয়াজ ধরে এগোতে চাইলো । একটু এগোতেই বুঝতে পারলো একটা খুব জোরে ধুপ করে শব্দ হলো একদম পাশের একটি জঙ্গল থেকে । দু জন এই জঙ্গল এর দিকে তাকালো । ভীষণ জোরে পাতা গুলো নড়ছে ,কিন্ত কিছু দেখতে পেলো না । বুবাই বুঝে নিলো কোনো এক জানোয়ার তাদের পিছু নিয়েছে ,নিজের আগুন জ্বালানো বন্দুক টা উঁচিয়ে ধরলো বুবাই, এক বার ট্রিগার টিপলো , কিছুক্ষন এর জন্য শব্দ টা বন্ধ থাকলো । কিন্ত যেই তারা কিছুটা এগোলো , আবার ঝুপ শব্দ , জঙ্গলে পাতা গুলো ভীষণ ভাবে নড়ছে কিন্ত কাউকে তারা দেখতে পাচ্ছে না । এই সময় তোরা বুবাই এর হাত থেকে বাঁশি টা নিয়ে খুব জোরে বাজাতে লাগলো , তাতে মনে হয় কিছুটা কাজ হলো , তারা কিছুটা রাস্তায় হাঁটলে ও সেই প্রাণীটির কোনো অস্তিত্ব অনুভব হলো না । তোরা প্রানপনে বাঁশি বাজিয়ে যাচ্ছিলো, এমন সময় তোরা যেন অনুভব করলো , কেউ তার কানের কাছে এসে ফিসফিসিয়ে বললো, এতো জোরে বাঁশি বাজাচ্ছো কেন তোরা ? ভয় ছিটকে বুবাই এর ঘাড়ের উপর পড়লো তোরা, বুবাই যাহোক করে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলো কি হলো ? তোরা কি হয়েছে জানালো বুবাই কে । বুবাই আর তোরা বেশ করে বুঝতে পারলো এটা কোনো পশুর কান্ড নয় ,কোনো এক অজানা অশরীরী তাদের পিছু নিয়েছে ।কিছুক্ষন দাঁড়িয়ে পড়লো বুবাই, চ্যাঁচিয়ে উঠলো কে আপনি সামনে আসুন । কারোর কোনো উত্তর পাওয়া গেলো না, জঙ্গল এ সাধারণত অন্ধকার খুব দ্রুত চলে আসে , তাই যে ভাবে হোক অন্ধকার হবার আগে তাদের কে ঝর্ণার ওপারে পৌঁছতেই হবে । না হলে যে কোনো রকম বিপদ হতে পারে বেশ বুঝতে পারছিলো বুবাই । নারকেল দড়িটা বার করলো বুবাই , দড়িটার মাথায় মোটা একটা ইঁট বেঁধে খুব জোরে ছুঁড়ে দিলো বুবাই , যদি কোনো ভাবে ঝর্ণা টপকে ওদিকে গিয়ে পড়ে , ২বার এর চেষ্টাই সফল হলো সে , দড়িটা ভালো করে তোরার কোমরে বেঁধে দিলো বুবাই , তারপর আসতে আসতে দড়ি ধরে ওঠার চেষ্টা করতে যাবে , এমন সময় অদ্ভুত ভাবে দড়িটা ফিরে এলো মাঝখান থেকে কাটা অবস্থায় ।বুবাই আর তোরা বেশ বুঝতে পারছিলো তাদের কে কেউ এখানেই আটকে রাখতে চাইছে , তাই আর কিছু না ভেবে জলের শব্দ ধরে এগোতে শুরু করলো । বেশ অনেক টা এগোতে কি রকম যেন একটা ভীষণ চেনা জায়গা খুঁজে পেলো তারা , মনে হচ্ছিলো এই জায়গাটা ধরে তারা আগে ও গিয়েছে । বুবাই বললো তোরা বাঁশি টা ফের বাজা । একটু ইতস্তত করে আবার জোরে বাঁশি বাজাতে লাগলো তোরা । তখন এ যেন হঠাৎ দেখতে পেলো সামনে বাবা , মা , মাসি মেসো দের । আনন্দে লাফিয়ে উঠলো বুবাই আর তোরা । সবে দৌড় লাগাতে যাবে, পিছন থেকে একটা হেঁচকা টান অনুভব করলো , প্রথমের আসতে টানকে উপেক্ষা করে গেলো তারা , কিন্ত তারপর খুব জোরে টানতে শুরু করলো কেউ পিছন থেকে , জঙ্গলের রাস্তায় এবড়ো খেবড়ো মাটি, পাথর আর গাছে ঢক্কর খেতে খেতে পিছিয়ে গেলো তারা । বুবাই এক বার ক্ষীণ স্বরে বাবা মা কে ডাকতে গেলো , দেখলো বাবা মা দূরে দাঁড়িয়ে আছে, আগে যেখানে ছিল সেখানেই । তারা কোনো ভাবেই তাদের কে বাঁচাতে এগিয়ে আসছে না । পিছন দিকে অত জোরে যেতে যেতে মাথা ঘুরতে লাগলো বুবাই আর তোরা দু জন এর ই । মাথায় যেন কিছু এক টার সাথে জোরে আঘাত লাগলো মনে হলো । কিরকম যেন চোখ বুজিয়ে জ্ঞান হারালো দুই ভাই বোন ।

বুবাই এর জ্ঞান যখন ফিরলো চারিদিকে ভীষণ অন্ধকার , কিছুই দেখতে পাচ্ছিলো না সে । আধা অন্ধকার এ কিছুক্ষন চোখ টা ঠিক ঠাক হলে , বুঝতে পারলো সে কোনো এক গভীর জঙ্গলে আছে , হঠাৎ তোরা র কথা মনে হতে , চার দিকে তাকিয়ে একটু দূরে তোরা কে দেখতে পেলো সে । আধা অন্ধকারে হাতড়ে হাতড়ে তোরার কাছে পৌঁছলো বুবাই । আসতে আসতে গালে টোকা দিতে দিতে তোরা কে ডাকতে লাগলো সে । কিছুক্ষন ডাকার পর জ্ঞান ফিরলো তোরার । জ্ঞান ফেরার পর রীতিমতো ভয় পেয়ে গেলো তারা । অন্ধকার আর গভীর জঙ্গল , আর পেটে খিদে সব মিলিয়ে ভীষণ কাঁদতে ইচ্ছা করছিলো দু জন এর । অন্ধকারে কিছু একটা শব্দ শুনতে পেলো বুবাই । নিজের ব্যাগ হাতড়ে হঠাৎ ই টর্চ টা পেয়ে গেলো সে । টর্চ জ্বালাতেই সামনে এক জন লোক কে স্পষ্ট দেখতে পেলো বসে থাকতে । চমকে গেলো দু জনে । দুই ভাই বোন এর কাছাকাছি এসে বসলো । আবার টর্চ টা জ্বালাতেই সামনে বসা লোক টাকে খুব ভালো করে চিনতে পারলো ।

লোক টি আর কেউ নয় ,এতো আমাদের গাইড , যে আমাদের কে এই জঙ্গল এ নিয়ে এসেছিলো । লোকটিকে দেখে এই অবস্থার মধ্যে ও বাবা মার কাছে ফিরে যাবার যেন একটা রাস্তা খুঁজে পেলো দুই ভাই বোন । হঠাৎ লোকটি বলে উঠলো উফফ টর্চ টা নেভাও । লোকটির গলা পেয়ে একটু সাহস পেলো বুবাই । বললো আপনি এখানে ? লোকটি বললো এতো কথার এখন সময় নেই, বাইরে বৃষ্টি আসবে মনে হচ্ছে । আর এটা বাঘ ভাল্লুক দের গুহা , যেকোনো সময় তেনারা এসে যেতে পারেন । তখন তোমাদের কে কোনো ভাবেই বাঁচাতে পারবো না । দু জন এ এই ফল দুটো খেয়ে নাও । এটা জঙ্গল এর একরকম চিরঞ্জীবী ফল , যা শরীর এ প্রচুর শক্তি জোগায় ।তাড়াতাড়ি খেয়ে নাও, বৃষ্টি হবার আগে আমাদের কে অন্য সুরক্ষিত জায়গায় চলে যেতে হবে । খুব খিদা পেয়েছিলো বুবাই আর তোরার । তাই ফল দুটো কে একটু মুছে নিয়ে খেতে শুরু করে দিলো দু জন এ । ঘরের আর বাবা মা এর কথা মনে করে খুব মন খারাপ লাগছিলো । কিন্ত দু জনেই যথেষ্ট সাহসী , আর এতো সহজে ভেঙে পরে না । বুবাই জিজ্ঞেস করলো আমাদের কোথায় যেতে হবে ? উত্তর এলো , কাছাকাছি একটা ওয়াচ টাওয়ার আছে , সেই ইংরেজ আমলে বানানো । একটু ভেঙে গেছে , কিন্ত পশুদের হাত থেকে বাঁচার ওটাই একমাত্র উপায় ।ফল খেয়ে শেষ করার আগে হঠাৎ বুবাই এর মনে হলো , লোক টা তো কিছু খেলো না । জিজ্ঞেস করলো , আপনি খাবেন না ? উত্তর এলো , আমার আর খাবার দরকার পরে না । বুবাই বুঝতে না পেরেই বললো , আমাদের খাওয়া হয়ে গেছে । তোরা বলে উঠলো আমরা কি টর্চ লাইট টা জ্বালাবো তাতে দেখতে সুবিধা হয় ।লোকটা বলে উঠলো একদম নয় ,আমার পিছন পিছন এসো , জঙ্গল এর অন্ধকারের মধ্যেই সব দেখতে পাবে । বাইরে বেরোতেই বুঝলাম বৃষ্টি শুরু হয়ে গেছে । আবছায়া লোক টাকে যা দেখা যাচ্ছে, সেই মতোই এগোতে শুরু করলো দু জন এ ।বৃষ্টির জল গায়ে লাগতেই বেশ শীত করতে লাগলো । কিন্ত এসব ভাবতে গেলে এখন চলবে না , তাই পাথর এর উপর হোঁচট খেতে খেতে , বিভিন্ন গাছের মায়াজালে পা জড়াতে জড়াতে হাত ধরাধরি করে দুই ভাই বোন এ এগিয়ে চললো । হঠাৎ একটা অদ্ভুত গর্জন শুনতে পেলো , কোনো ভয়ঙ্কর পশুর ই হবে বোধহয় । ভয়এ আরো কুঁকড়ে গেলো দু জন এ । যে গুহা থেকে তারা বেরিয়ে এলো, সেই গুহাতে একটা চিতা বাঘ কে ঢুকতে দেখে আঁতকে চিল্লিয়ে উঠলো দু জন এ । সামনের লোক টা হঠাৎ বকে উঠলো তোমাদের বললাম না চুপ চাপ থাকতে । চিতা টা হঠাৎ ই বুবাই আর তোরা র দিকে ঘুরে গেলো । সামনে এগিয়ে আসতে লাগলো । সবে চোখ বুজিয়ে নিজেদের মৃত্যুকে প্রতক্ষ করতে যাবে , এমন সময় দেখলো লোক টা পিছন থেকে তাদের একেবারে সামনে চলে এলো । আর চিতা বাঘ যেটা গর্বের সাথে এগিয়ে আসছিলো বুবাই আর তোরার দিকে হঠাৎ ই লেজ গুটিয়ে পালিয়ে গেলো । বাঘ টা গুহার মধ্যে চলে গেলে , লোকটি বললো আর আপনাদের সামনে আমি যেতে পারবো না , পিছনেই যেতে হবে , কারণ চিতা টা আপনাদের দেখে ফেলেছে । আর একবার যদি ওরা নিজেদের খাবারের সন্ধান পেয়ে যাই, কখনোই ছাড়েনা । বলে লোক টি ডান দিক , বাম দিক এসব বলে আমাদের কে এগিয়ে নিয়ে যেতে লাগলো । এরকম পাথরে রাস্তায় জঙ্গল এর মধ্যে হাঁটার অভ্যেস কোনোদিন এ ছিল না ভাই বোন এর । তাই বেশ হাফিয়ে পড়লো ।কিন্ত লোক টা পিছন থেকে বলেই চললো এগিয়ে চলুন । এই সময় হঠাৎ ই সামনে একটা বড়কালো জন্ত কে দেখলাম এগিয়ে আসতে, সব ভুলে দু জন এ দৌড়োতে লাগলাম, কিন্ত অদ্ভুত ভাবে লোক টা ও আমাদের পিছন পিছন আসতে লাগলো আর পথ নির্দেশ করতে লাগলো ।এর পর লোক টা যে জায়গায় এনে তাদের কে দাঁড় করালো, সামনে সত্যি এ একটা ওয়াচ টাওয়ার দাঁড়িয়ে। লোকটি কিছু গাছ দেখিয়ে বললো , এর পাতা নিয়ে সারা গায়ে মেখে নিতে , তাতে মশা আর সাপ দুটো থেকেই সকাল অব্দি মুক্তি পাওয়া যাবে । লোকটির কথা মতো সারা গায়ে পাতা গুলো মেখে নিলো দুজন এ । দু জন এ সবে উঠতে যাবে ওয়াচ টাওয়ার ,পিছন এ ফিরে লোকটিকে হঠাৎ দেখতে পেলো না । কোথায় গেলো দেখার জন্য টর্চ তা জ্বালিয়েছে ,একটা চোখ জ্বল জ্বল করে উঠলো , সেই ভাল্লুক টা , ভয় দৌড়োতে শুরু করতে সামনেই গিয়ে কিছু মোষের গায়ের উপর গিয়ে পড়লো ।এতগুলো মোষের পাল দেখে ভাল্লুক টা বোধহয় হাওয়া হয়ে গেছে । বিশাল বড়বড় মোষ একটার সিং এ পড়লে নিশ্চিৎ মৃত্যু । কিছু ভালো করে বোঝার আগেই হঠাৎ মনে হলো উপর থেকে কিছু একটা ঝাঁপিয়ে পড়লো মোষগুলোর উপরে , এক ঝলক দেখেই বুঝে গেলো বুবাই আর তোরা যে সেই চিতা টা , হঠাৎ এ পুরো মোষের দঙ্গল অশান্ত হয়ে উঠলো, যাহোক করে একটা গাছের আড়ালে দু জন এ যেতে পারলো , কিন্ত এতো কিছুর পরে ও সামনে একটা মোষ বিশাল বড় সিং নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে, এদিক ওদিক না ভেবে বাঁচার শেষ উপায়হিসাবে টর্চ লাইট টা জ্বালিয়ে দিলো মোষ টির চোখের উপর , মোষ টা গুলিয়ে ফেললো নিজের পথ , কিন্ত খুব অদ্ভুত ভাবে হারিয়ে গেলো মোষ টা জঙ্গল এর জল এর মধ্যে , অনেকটা চোরাবালিতে হারিয়ে যাবার মতো । এমন সময় চিতা টাকে দেখতে পেলাম , সেই অদ্ভুত ভাবে লেজ গুটিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে । তোরা চুপি চুপি বলে উঠলো , টর্চ লাইট টা জ্বালা বুবাই । টর্চ লাইট জ্বালতেই , আওয়াজ এলো আঃ বন্ধ করো । দু জন এই দেখতে পেলো লোকটিকে । বললো অরে আপনি কোথায় চলে গেছিলেন ? আরে এই ওয়াচ টাওয়ারএ যাতে তোমাদের কোনো ক্ষতি না হয় সেটা নিশ্চিত করতে গেছিলাম । এস আমার সাথে । ওয়াচ টাওয়ার এর লোহার সিঁড়ির কাছে নিয়ে এসে উঠতে বললো লোকটি । তোরা কে আগে উঠতে বলে , তার পিছন পিছন উঠতে থাকলো বুবাই । কি ভয়ানকএই লোহার সিঁড়ি ভীষণ ভাবে নড়ছিলো সেটি । বেশ অনেক টা উঠে পড়ার পর যখন প্রায় পৌঁছে গেছে বুবাই এর হঠাৎ মনে হলো লোকটি এলো না তো । বুবাই বলে উঠলো আপনি ও উঠে আসুন , লোকটি বললো আমার আর উপরে গিয়েকোনো লাভ নেই বুবাই তোরা , তোমরা উপরে গিয়ে পরে থাকা কিছু শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে নিও ।

আগুন কোথা থেকে পাবে প্রশ্ন টা করার আগেই উত্তর এলো দুটো পাথর ঢুকলেই আগুন পাবে । হঠাৎ স্পষ্ট দেখতে পেলো বুবাই আর তোরা চিতা টা সামনে থেকে ঝাঁপিয়ে পড়লো লোকটির উপর , চেঁচিয়ে উঠলো দু জন এ, কিন্ত অদ্ভুত ভাবে লোকটার কিছু হলো না । বরং চিতা টা লোকটার শরীর এর মধ্যে দিয়ে গলে গিয়ে ওয়াচ টাওয়ার এর দেওয়ালে খুব জোরে ধাক্কা খেলো , আর ভয়এ লেজ গুটিয়ে পালিয়ে গেলো । হঠাৎ এ দুই ভাই বোন এর মনে হতে লাগলো এই লোকটি মানুষ হতে পারে না । নিচ থেকে উত্তর এলো ঠিক এ ভাবছো তোমরা, আমি আর বেঁচে নেই , আমার কর্তব্য ছিল তোমাদের কে বাঁচানোর , সেই কাজ টা আমি করে দিয়ে গেলাম, তোমরা এখন সুরক্ষিত । আমি চললাম , তোমাদের বাবা মা কে আমার প্রণাম জানিয়ো ।এই বলে হঠাৎ ই অদৃশ্য হয়ে গেলো লোকটা । দুই ভাইবোন এর চোখে জল চলে এলো , খুব জোরে মা বাবা বলে কাঁদতে ইচ্ছা করছিলো । সব দুঃখ সামলে শুকনো কাঠ জোগাড় করাই ব্যস্ত হয়ে পড়লো তারা, কারণ ভীষণ শীত লাগছিলো তাদের , শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বালাতে গিয়ে পড়লো এক বিপদে । অনভ্যস্ত হাতে পাথর ঢুকে আগুন জ্বালাতে কিছুতেই পারলো না তারা , অনেকবার চেষ্টা করার পর যখন তারা হাল ছেড়ে দিচ্ছিলো , তখন তোরা বললো আগুন জ্বালানো বন্দুক টা বার কর । আগুন জ্বালানো বন্দুক টাতে অনেক্ষন ধরে ট্রিগার টিপে রাখলে আগুন টা জ্বলতে থাকে । সেটা দিয়ে যাহোক করে আগুন জ্বালানো গেলো শুকনো পাতা আর কাঠে । বৃষ্টি টা তখন থেমে গেছে , দু জন এ ভাবতে লাগলো জঙ্গল এ পশু, পাহাড় ,ঝর্ণা , আর অশরীরী সবার এ দেখা মিললো । এবার দু জন এই ভীষণ ভাবে বাবা মা এর দেখা পাবার জন্য উদগ্রীব হয়ে পড়লো ।কি করছে বাবা মা , এতক্ষন ধরে তারা দু জন হারিয়ে গেছে , কোথায় তারা, তখন তাদের কে দেখতে পাওয়া সত্বেও কেন বাবা মা তাদের পিছন নিলো না । কোনো প্রশ্নের এ উত্তর নেই । এমনকি কাল সকাল অব্দি কাটালে ও তারা বাঁচবে কিনা , সেটা ও জানা নেই । খুব জোরে মা , বাবা বলে চিল্লে উঠলো বুবাই আর তোরা । বেশ এটুকুই এক মাত্র উপায় মন টাকে কিছুটা শান্ত রাখার । হঠাৎ এ দু জন এ কিছু শব্দ শুনতে পেলো , কোনো গাড়ি আসার শব্দ । কেউ আসছে নাকি জঙ্গল এ ? আগুন টা যাতে নিভে না যাই , আরো কিছু শুকনো পাতা ছড়িয়ে দিলো বুবাই , হঠাৎ এ বাবার গলা শুনতে পেলো সে , বুবাই তোরা । লাফিয়ে উঠলো দু জন এ । দেখতে পেলো তারা ৩ টি গাড়ি ওয়াচ টাওয়ার এর সামনে এসে দাঁড়ালো ।সেখান থেকে আগুন হাতে কিছু সৈন্য নেমে এলো , আর তারপর নামলো বুবাই আর তোরার বাবা মা । চেঁচিয়ে নিজেদের অবস্থান জানালো বুবাই আর তোরা । সৈন্য রা আমাদের দু জন কে ওয়াচ টাওয়ার থেকে নামালো । দু জন এই গিয়ে মা, বাবাকে জড়িয়ে ধরলো । বাবা , মা কে জড়িয়ে ধরা যে কত বড় শান্তি খুব ভালো করে অনুভূতি করতে পারলো তারা । গাড়িতে আসতে আসতে বাবা মা র কোলে শুয়ে দু জন এ কখন যে ঘুমিয়ে পড়লো টের ই পেলো না ।

সকাল এ ঘুম থেকে উঠে বাবা মা এর কাছে বাকি গল্পটা শোনার পর পুরো ব্যাপার টা পরিষ্কার হলো বুবাই আর তোরার কাছে , গল্প টা সাজালে দাঁড়ায়, বুবাই আর তোরা হারিয়ে যাবার পর হঠাৎ ই এক বুনো হায়না আক্রমণ করে বাবাদের কে । গাইড লোক টি সামনে চলে আসে সবাই কে বাঁচাতে , এতে লোকটি সেই হায়নার হাতে মারা পরে, এমন কি তার মৃতদেহ টিকে ও বাবারা নিয়ে আসতে পারিনি জঙ্গল থেকে । আর জঙ্গল এ কখনোই বাবা মা দের সাথে আমাদের দেখা হয়নি ।ওখান কার স্থানীয় লোক গুলো জানালো ওটা জঙ্গল এর মায়াজাল ,অনেকটা মরুভূমির মরীচিকার মতো । হঠাৎ এ নিজের কাছের লোক গুলো কে দেখতে পাওয়া যাই, এটাকেই স্থানীয়রা জঙ্গল এর অশরীরী বলে । মানে মুহূর্তে আমাদের গাইড দাদা যদি আমাদের কে ওই ভাবে নিয়েনা যেত , তাহলে ওই অশরীরীর মায়াজালে ওখানেই শেষ হয়ে যেতাম আমরা । বাবারা এর পর সেনাদের সাথে দেখা করে সব কিছু বলে । ওদের সাহায্যে রাতেই আমাদের কে উদ্ধার করতে যাই , সেনারা বলে দিয়েছিলো ,যদি জঙ্গল এর সামনের দিকে থাকে , তাহলে রাতেই হবে আর বেঁচে থাকার সম্ভাবনা আছে , আর যদি অনেক গভীর জঙ্গল এ ঢুকে যাই তাহলে সকাল এর আগে কিছু করা যাবে না , আর বাঁচার সম্ভাবনা খুব ই কম । ওই গাইড অশরীরী দাদার দয়ায় আমরা জঙ্গল এর খুব সামনেই ছিলাম , তাই উদ্ধার পায় ।

বাড়ি ফেরার রাস্তায় বুবাই আর তোরা শুধু একটাই প্রতিজ্ঞা করলো, জঙ্গল এ বেড়াতে হয়তো পরে ও তারা আসবে , কিন্ত এক ই সাথে জঙ্গল , পাহাড় ,পশু আর অশরীরী কে দেখার দুর্ভাগ্য আর যেন কোনো দিন না হয় ।


Rate this content
Log in

Similar bengali story from Action