STORYMIRROR

Mitali Chakraborty

Action Others

3  

Mitali Chakraborty

Action Others

জবাব:-

জবাব:-

1 min
381


"মানসী যদি আপত্তি করে স্যার?"

"মানসীকে নিয়ে ভাবতে হবে না,ও আমার কথা মতো কাজ না করলে ওরই ক্ষতি হবে।"

নিজের কেবিনে বসে মানসীকে নিজের আয়ত্তে রাখার ছক কষছেন রাজরতনবাবু।কিছুক্ষন পর মানসী ওনার কেবিনে এলেই রাজরতনবাবু বললেন,"মানসী আমি তোমার ভালো চাই সেজন্যই বলছি আসানসোলের প্রজেক্টটা অজয়ই করুক,সে ছেলেমানুষ আর কাজের স্বার্থে ট্যুরে যেতেও তার কোনো অসুবিধা হবে না।তোমার পক্ষে এতদূর ট্যুরে যাওয়াটাও কিন্তু খুব কঠিন।তাই বলছি....ওই প্রজেক্টটা অজয় দেখুক আর তোমাকে সুখী করার পূর্ণ ব্যবস্থা আমিই করবো..."বলেই অশ্লীল ইঙ্গিত করলেন তিনি।রাজরতনবাবুর কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরেছে মানসী।মুচকি হেসে বলল,"স্যার অজয়ের থেকেও এই প্রজেক্টটা সামলানোর জন্য আমি অনেক বেশি এফিশিয়েন্ট!এটাও জানি এই প্রজেক্টটা সাকসেসফুল্লী করতে পারলেই ইনক্রিমেন্টও হবে,কিন্তু কি জানেন তো স্যার আমি খুব একরোখা আর স্বাধীনচেতনা নারী।দরকারে চাকরি ছেড়ে দেবো কিন্তু কারোর নিয়ন্ত্রণে থাকবো না আর আপনাকে আমার সুখ নিয়ে ভাবতে হবে না।" ওনার মুখের উপর জবাব দিয়ে বেরিয়ে যায় মানসী...


Rate this content
Log in

Similar bengali story from Action