রক্তাক্ত:-
রক্তাক্ত:-
খুব নরম মনের মানুষ কুশল। স্কুল কলেজ এমন কি ওর অফিসের প্রত্যেকের মুখে কুশলকে নিয়ে একটাই কথা যে কুশল খুব নরম মনের ছেলে...
কুশলের এই চারিত্রিক বৈশিষ্টের কারণেই তার প্রতি ধাবিত হয়েছিল অনন্যা।কুশলেরই সহকর্মী। একদিন নিজের মনের কথা কুশলকে জানায় অনন্যা।
*****
শুভদিন দেখে একদিন চারহাত এক হয়ে যায়। অনন্যা ভীষণ খুশি। আজকে যে তাদের ফুলশয্যা, নরম বিছানায় বসে কুশলের অপেক্ষা করছে সে। বেশ কিছুক্ষন পর কুশল ঘরে ঢোকে, হাতে একটা গোলাপ। অনন্যা লজ্জায় লাল। রাতের অন্ধকারে নিবিড় আলিঙ্গনে হারিয়ে যায় দুজনে। আচমকা অনন্যার নরম শরীরে আঁচড়...অবাক হয় অনন্যা।একি! কুশল গোলাপের কাঁটা দিয়ে অনন্যার পিঠে আঁচড় কাটছে আর কী অদ্ভুত হিংস্র কুশলের চোখের দৃষ্টি... নরম মনের কুশলের আঁচড়ে অন্যান্যর পিঠ রক্তাক্ত। ব্যাথায় চিৎকার করে অনন্যা, কিন্তু কেউ যে আসে না তাকে বাঁচাতে...