Unmask a web of secrets & mystery with our new release, "The Heel" which stands at 7th place on Amazon's Hot new Releases! Grab your copy NOW!
Unmask a web of secrets & mystery with our new release, "The Heel" which stands at 7th place on Amazon's Hot new Releases! Grab your copy NOW!

Sonajhoori Maitra

Abstract Tragedy Classics

4.2  

Sonajhoori Maitra

Abstract Tragedy Classics

অচেনা আকাশ

অচেনা আকাশ

2 mins
2.6K


জানলা দিয়ে মুখ বাড়াতেই দেখি বিকেলটা ভারি সুন্দর। একটা হাল্কা , সোনালী , মিষ্টি রোদ্দুর চারপাশটাকে কেমন যেন মায়াবী আলোয় ভরিয়ে দিয়েছে । মা বলে এটা নাকি " কনে দেখা আলো" । একছুট্টে চলে গেলাম ছাদে । ব্ববাহ ! সূর্য টা কি বড় ! কি সুন্দর দেখাচ্ছে আকাশটাকে ! ট্যাঙ্কের পাশে একচিলতে ছায়া , ফুঁ দিয়ে ধুলো উড়িয়ে বসে পরলাম সেখানে । ট্যাঙ্কে লাগানো কলটা থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে - টুপটাপ । হাত বাড়িয়ে বন্ধ করতে গিয়ে দেখি , একটা সবুজ রঙের ছোট্ট টিয়া জল খাচ্ছে । হাতটা সরিয়ে নিলাম চুপিসারে , পাছে উড়ে যায় ! আপনা থেকেই আবার চোখ চলে গেল আকাশটার দিকে । শহরতলির ছোট্ট গলির বাড়ির ছাত থেকে আকাশ এখনও হারায়নি । মুখ তুললেই দেখা যায় । কি সুন্দর গোলাপি রঙের মেঘ , অনেকটা মেলায় বিক্রি হওয়া বুড়ির চুলের মতো দেখতে । আর সূর্যটা তো আস্ত একটা দানাদার । আচ্ছা , আকাশে ওড়া পাখিগুলো যদি টপ করে একদিন সূর্যটাকে গিলে ফেলে ? গাছের পাতা মোটেও সবুজ নয় । নারকেল গাছের পাতাগুলো রোদ পরলেই লালচে দেখায় । একটু আগেই বুঝি বৃষ্টি হয়েছে । সূর্যের আলো বৃষ্টিফোঁটার মধ্যে দিয়ে গিয়ে কি অপূর্ব সাত রঙের মায়া ছড়িয়ে দিয়েছে । আকাশটা আজ যেন শিল্পীর ক্যানভাস । ছবি আঁকতে গিয়ে ভুল করে সব রঙ একসাথে ছড়িয়ে গেছে মোটা , সাদা কাগজে । ভয়ে চোখ বন্ধ করে ফেলা চিত্রকর , চোখের ফাঁক দিয়ে তার শিল্পের ক্ষতি হল কিনা দেখতে গিয়ে , যেন উপলব্ধি করেছে এক সম্পূর্ণ নতুন শিল্পকে । এক অনাবিল আনন্দে , নবজন্মের আনন্দে হেসে ওঠা শিল্পীর হাসি যেন প্রতিধ্বনিত হয়ে এই একচিলতে ছাদের কোনায় ফিরে আসছে বারবার ।


" তুই এখানে ? ছাতে উঠলি কিকরে? পরে গেলে কি হতো ? বারবার বলেছি একা যাবি না কোথাও । এই অবস্থায় একা হাঁটাচলা করে কেউ ? আয় সাবধানে । হাত ধর , হাত ধর , পরে যাবি। "


আজ দশমাস হল আমি দৃষ্টি হারিয়েছি । কি যেন এক অজানা অসুখ এসে চোখটাকেই নিয়ে গেছে । আমি কিন্তু আজও দেখতে পাই - সূর্য অস্ত যাচ্ছে , টিয়াপাখিটা জল খাচ্ছে , নারকেলগাছের ছায়া পরেছে আমাদের আমবাগানে । আমার দেখা শেষ দৃশ্য যে , ভুলতে পারি ?


Rate this content
Log in

More bengali story from Sonajhoori Maitra

Similar bengali story from Abstract