Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Partha Pratim Guha Neogy

Abstract

5.0  

Partha Pratim Guha Neogy

Abstract

প্রথম ভালোবাসা

প্রথম ভালোবাসা

2 mins
650


আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে, “তোমার জীবনে প্রথম নারী কে?

আমি আমার মায়ের কথা বলবো।

মায়ের শরীর থেকে ভেসে আসত জবাকুসুম তেলের গন্ধ, মায়ের চারপাশ জুড়ে চাঁপাফুলের নেশাগন্ধের সাথে কর্পূর ও রেড়ির তেলের গন্ধ মিশে থাকত৷


সন্ধেবেলা তুহিনা স্নো আর ল্যাভেন্ডার পাউডারের স্নেহগন্ধ আমাকে রূপকথার জগতে পৌঁছে দিত! কেউ যদি আমাকে প্রশ্ন করে, তোমার জীবনের প্রথম প্রেমিকা কে– আমি আমার মায়ের কথা বলবো।


কৈশোরে মাকে আদর, অত্যাচার, বিরক্ত, পিছন থেকে হঠাৎ জড়িয়ে ধরা, আচমকা বুকের মধ্যে মুখ গোঁজা, মাঝ রাতে আমার ঘুমন্ত মায়ের কপালে চুমু খাওয়া সব কিছুই ছিল আমার প্রেম।


বয়সন্ধির প্রেমের ধরণটা বদলে গেল। তখন কথা না শোনা, পড়াশোনায় অবহেলা, বন্ধুদের সাথে লুকিয়ে লুকিয়ে সিগারেটে টান, ভাঙা গলায় ভেঙে যাওয়া গালে উত্থিত অসংখ্য ব্রণ,

সরস্বতী পূজোর সকালে ফুলবাবু হয়ে গন্ধসাবান আর পাউডার মেখে

সাইকেলে চক্কর…..আর আমার দুঃখী মা,দিনরাত আমার অধঃপতনের সিঁড়িভাঙা অঙ্ক পেরোতে না পেরে যারপরনাই বিপর্যস্ত হত,

সেটাই ছিল আমার প্রেম।

আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে জীবনে কোন নারীকে

তুমি সবথেকে বেশি জ্বালিয়েছো, আমি আমার মায়ের কথাই বলবো।


যৌবনে বাড়ি থেকে বহু দূরে একাকী বিজনে সেই নারীর সাথে বিচ্ছেদ প্রতি রাতে আমার চোখে জল আনতো। জীবনে প্রথমবার অনুভব করলাম বিরহ কত বেদনার।

মা দিনের পর দিন বসে থাকত আমার দুছত্র চিঠির প্রত্যাশায়। তাঁর লেখা উত্তরে শুধুই আমি, তাঁর নিজের জন্য একটা বাক্যও থাকতো না।

কেউ যদি প্রশ্ন করে, জীবনে কোন নারী তোমাকে সবথেকে বেশি কাঁদিয়েছে….

আমি আমার মায়ের কথা বলবো।


বয়স বাড়ছে, আমার ঘর-বসত হল, অপত্য স্নেহ টের পেলাম।

ওই মহিলাকে নিয়ে ভাববার অবকাশ কমে এল। তবু কোনও কালবৈশাখীর বিকেলে, কিংবা ভরা শ্রাবনের রাতে, ভূমিকম্প, জলোচ্ছাস, প্রকৃতির অভিশাপে বুকটা আশঙ্কায় ঠান্ডা হয়ে উঠত। বহু কষ্টে ট্রাঙ্ককল বুক করে বুড়িটার সাথে কথা হত। তারপর একদিন আমার প্রথম প্রেম কখন যেন

গোলাপের শুকনো পাপড়ি হয়ে ঝরে পড়ল। কেউ যদি প্রশ্ন করে, কোন নারী তোমাকে সবথেকে বেশি কষ্ট দিয়েছে….

আমি আমার মায়ের কথা বলবো।


শীতের দাপটে শরীর জবুথবু৷ আত্মজরা দেশবিদেশে ছড়িয়ে…..

অতি সঙ্কটেও তাদের অস্থির করতে ইচ্ছে হয়না। তখন বুড়িটার কথা খুব মনে পড়ে।


যখন শরীর বিদ্রোহ করে, রাতের পর রাত ঘুম আসেনা, প্রৌঢ়া স্ত্রীর মারণব্যাধির চিকিৎসায় নার্সিংহোম-হসপিটালে একা একা

দৌড়াদৌড়ি করতে হয়, পরিশ্রম আর টেনশনে বুকটা হাপরের মত ওঠানামা করে,তখন আধো ঘুমের ঘোরে বিছানায় খুঁজে ফিরি মায়ের মশলামাখা ভিজে শাড়ির গন্ধ।


যখন ভোরেরবেলা পাখির ডাকে বৃদ্ধ চোখদুটো খুলি,তখন অজান্তেই আঙুল দিয়ে চোখের দুকোল মুছি।

আমাকে কেউ যদি প্রশ্ন করে কোন নারী তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছে, আমি আমার মায়ের কথা বলবো।



Rate this content
Log in

More bengali story from Partha Pratim Guha Neogy

Similar bengali story from Abstract