সারা বিশ্বের যত মানুষ আছেন তাদের সবার সঙ্গে পরিচয় না থাকলেও, একটা আত্মিক যোগ আমি সবসময় অনুভব করি। সেই অদৃশ্য যোগাযোগ আমাকে তাদের জীবনযাপনের অংশীদার হয়ে ওঠার প্রেরণা জোগায়। কিন্তু এই আত্মীয়তার একটা মাধ্যম তো চাই। সেই মাধ্যমই সাহিত্য। আমার সামান্য লেখালিখি। পাঠক আমার বন্ধু। মনের মধ্যে কথা জমে... Read more
সারা বিশ্বের যত মানুষ আছেন তাদের সবার সঙ্গে পরিচয় না থাকলেও, একটা আত্মিক যোগ আমি সবসময় অনুভব করি। সেই অদৃশ্য যোগাযোগ আমাকে তাদের জীবনযাপনের অংশীদার হয়ে ওঠার প্রেরণা জোগায়। কিন্তু এই আত্মীয়তার একটা মাধ্যম তো চাই। সেই মাধ্যমই সাহিত্য। আমার সামান্য লেখালিখি। পাঠক আমার বন্ধু। মনের মধ্যে কথা জমে উঠলেই কবিতা গল্প বা উপন্যাসের রূপ নিয়ে তা পৌঁছে যায় আমার বন্ধুদের কাছে। লেখা পড়ে তাঁরা কখনও আমায় উৎসাহ দেন আবার কখনও অনু্যোগ করেন। আমার মনে হয়, ভালোবাসার মানুষেরা একজন লেখকের পারা বা না-পারা নিয়ে কথা বলছেন। পাঠকের মতামত এইভাবে আমাকে ঋদ্ধ করে তোলে। Read less