STORYMIRROR

Mitali Chakraborty

Classics Others

4  

Mitali Chakraborty

Classics Others

প্রিয়:-

প্রিয়:-

1 min
438

"শোন টুসি, একটা কথা বলি। বড়ো বাড়িতে বিয়ে হতে যাচ্ছে তোর, বড়োলোক বাড়ির বৌরা কিন্তু খুব টিপটপ থাকে।বুঝলি? নিত্য নতুন গয়নায় ঝলমল করে তারা, তুইও কিন্তু তোর বরের কাছ থেকে নিত্য নতুন গয়না চেয়ে নিবি আর খুব পরিপাটি ভাবে সেজেগুঁজে থাকবি।বুঝলি?"

বিয়ের দিন টুসিকে কানমন্ত্রণা দিলো তার এক মাসি।

******

অষ্টমঙ্গলায় বাড়িতে আসে টুসি, সেই মাসিও আসেন একদিন। এসে থেকে লক্ষ্য করলেন টুসির সাজসজ্জায় তেমন বিশেষ ফারাক নেই, আগের মতই সাদামাটা।আড়ালে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, "কি লো, তোকে বলেছিলাম না বড়লোকের বৌদের মতন সেজেগুজে টিপটপ থাকতে...তোর শাশুড়ি তো অনেক সোনাদানা দিয়েছিলেন তোকে তাহলে এই মান্ধাতা আমলের এই কানের দুল জোড়া পরে আছিস কেনো?"

মিষ্টি হেঁসে টুসির উত্তর, "এই কানের দুল গুলো আমার ঠাম্মার...আর ঠাম্মার দুল জোড়া আমার কাছে প্রাণাধিক প্রিয় তা সে যত পুরনোই হোক!"


Rate this content
Log in

Similar bengali story from Classics