STORYMIRROR

Mitali Chakraborty

Inspirational Others

3  

Mitali Chakraborty

Inspirational Others

সুস্বাস্থ্য:-

সুস্বাস্থ্য:-

1 min
194

জাঙ্ক ফুডের প্রতি অসীমের প্রেম সুগভীর। অফিস থেকে ফেরার পথে ডেইলি সে তেলেভাজা সহ নানান জাঙ্কফুড কিনে নিয়ে আসে। আসলে কর্মসূত্রে বাড়ির বাইরে থাকার কারণে অফিস সামলিয়ে আবার নিজের জন্য কিছু রান্না করা অসীমের দ্বারা হয়ে উঠে না। রান্নার লোকের রান্নাও তার মন মতন হয় না বলে রান্নার লোকও নেই,সুতরাং ফাস্টফুড আর জাঙ্কফুড খেয়ে খেয়ে অসীমের স্বাস্থ্য এখন চোখে পড়ার মতন। বিরাট ভুরি আর বিশাল শারীরিক ওজন নিয়ে তার প্রাণ ওষ্ঠাগত।

********

আজ বেশ ফুরফুরে মেজাজে অফিসে যাচ্ছে অসীম। বাসের মহিলা সিটের মহিলাদের দৃষ্টি যে আজ তার দিকেই সেটা বুঝতে বিশেষ অসুবিধা হয় নি অসীমের। আসলে অসীম এখন আর আগের সেই হোদোল কুমার, ব্যাপক ভুরিওয়ালা, থুলথুলে অসীম নেই। স্বাস্থ্যকর খাওয়া দাওয়া আর যোগাভ্যাসের দ্বারা কয়েক মাসেই নিজের শরীরের ব্যাপক পরিবর্তন করেছে অসীম। এখন আর সে জাঙ্কফুড নয় ঘরের সাধারণ ভোজন খেয়েই এমন সুস্বাস্থের অধিকারী হয়েছে। আর এই পরিবর্তনটা হয়েছে অসীমের মায়ের জন্য। বেশ কিছু মাস হলো অসীমের মা অসীমের কাছে এসেছেন আর ছেলেকে ফ্যাট থেকে ফিটে পরিবর্তন করে দেখিয়েছেন....


Rate this content
Log in

Similar bengali story from Inspirational