ব্যবহার:-
ব্যবহার:-


"আমার সঙ্গে একটু যদি বাজারে যান তাহলে খুব ভালো হয়।" অনুনয়ের স্বরে পাশের ফ্ল্যাটের রূপাবৌদিকে কথাটা বললো রীতি। রূপাবৌদি সানন্দে রাজি হলেন। অটো চেপে দুজনে চৈত্র সেল উপলক্ষে বাজারেও গেলেন,কিন্তু ভাড়া মিটিয়ে দেবার সময় রীতি পার্স খুলে দেখে খুচরো পয়সা নেই,সৌজন্য দেখিয়ে রূপাবৌদিই এগিয়ে এলেন। মার্কেটে গিয়ে শুরু হলো কেনাকাটা। খুচরো নেই বলে রীতির হতাশ মুখ দেখলেই যেচে রীতিকে খুচরো দিয়ে সাহায্য করেন রূপাবৌদি...দেখতে দেখতে সবমিলিয়ে খুচরো দেড়শ টাকা রীতিকে দেন তিনি। সেদিনকার মতন কেনাকাটা শেষ।রীতি বারবার করে বলে যে সে টাকাটা শিগগির ফেরৎ দিয়ে দেবে।
******
সেদিন রূপাবৌদির ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার নিয়ে লোক আসে, পঞ্চাশ টাকা কম পড়ছিল বৌদির কাছে। রীতির কাছে চাইতে এলে সে নানান অজুহাত দেখিয়ে রূপাবৌদির মুখের উপর দরজা বন্ধ করে দেয়। রূপাবৌদি অবাক, মনেমনে ভাবছেন রীতি কেমন স্বার্থপর... সেদিনের দেড়শ টাকাটাও দিলো না আর আজ এমন ব্যবহার করলো!