সুখের দেশে
সুখের দেশে
"কাজটাও হাতছাড়া হয়ে গেলো সোনালী,কি করে আমাদের ঘর চলবে আমি তো কিছুই বুঝতে পারছি না।" হতাশ হয়ে কথাটা বললো সুরজিৎ,সে একটি শোরুমের নিরাপত্তারক্ষী ছিলো কিন্তু শোরুম টি একদিন বন্ধ হয়ে যায়,শেষ মাসের বেতনও দিতে পারলো না মালিক।দুশ্চিন্তায় ডুবে আছে সে।সোনালী বলল,"একটা কাজ আছে,যদি করতে চাও।"
"কি কাজ বলো?"
"খাবার ডেলিভারির কাজ..."
****
অনেক মাস ধরেই খাবার ডেলিভারির কাজটা করছে সুরজিৎ,হাতে কিছু পয়সা এসেছে।পয়লা বৈশাখ উপলক্ষে আজ সোনালীর জন্য একটা ছাপাশাড়ি কিনলো সে।শাড়িটা দেখে সোনালীর চোখ ছলছল,আনন্দে জড়িয়ে ধরে সে তার কর্তাকে।রাতেরবেলায় সোনালী আর সুরজিৎ ছোট খাটিয়ায় শুয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখে...সোনালীর নরম শরীরটাকে জড়িয়ে ধরে, আদরে আদরে ভরিয়ে দিতে দিতে সুখের দেশে হারিয়ে যায় সুরজিৎ...