ঠুলি :-
ঠুলি :-


"তুই তো এখন যুবতী, জানিস তো তোর ঠাম্মা কতো রীতিনীতির বোঝা চাপিয়ে আমার স্বাধীনতা হরণ করে নিত। ওই বুড়ির জন্য আমি আমার শখের কোনো কিছুই করতে পারিনি, না পেরেছি কোথাও একা ঘুরতে যেতে, না পেরেছি সংসার ভেঙে নিজের কোনো ফ্ল্যাটবাড়ি বানাতে...তোর ওই বুড়ি ঠাম্মার জন্য আমি চিরকাল অসুখী। এখন বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি বলে তুই এত ফুঁসছিস কেনো?তোর ঠাম্মা আর এই বাড়িতে আসতে পারবে না বলে দিলুম।"
"মা দাদার বিয়ে হয়েছে সবে তিনমাস হলো। নতুন বৌদিকে তুমি দাদার সঙ্গে রেস্টুরেন্টে খেতে পর্যন্ত যেতে দাও না, বৌদি নিজের পছন্দের গয়নাও পরতে পারেনা, সেখানে গিয়েও তুমি তদারকি করো...তুমি বলছো ঠাম্মা তোমায় অসুখী রাখতেন? আগামীতে বৌদিও যদি ওর সন্তানকে বলে তুমি বৌদিকে অসুখী রাখো, ওর স্বাধীনতায় হাত দাও আর বৌদিও যদি তোমায় আগামীদিনে বৃদ্ধাশ্রমে...."
মেয়ের কথা শুনে পায়ের-তলার জমি সরে যায় উপমার... একি!স্বাধীনতার নামে যথেচ্ছাচারীর ঠুলি পরে সংসার করে গেল সে...