কথা রাখা
কথা রাখা


ক্যান্সার আক্রান্ত মেয়েটি মারা গেছে। মৃত্যুর আগে তার বিবাহিত জীবনের সময় ছিল মাত্র পনেরো দিন।
আমার মনে হয় ভালো না বেসে কিছু বছর একসাথে থাকার চেয়ে কিছু দিন এক সাথে থাকা অনেক ভালো।
এই দিক দিয় মেয়েটি বড়োই সৌভাগ্যবান। কেননা এই পনেরোটি দিনে সে যা পেয়েছে , অনেক মেয়ে পনেরো বছরেও সেটা পায় না।
আমি শুধু ভাবছি ওই ছেলেটার কথা। যে কিনা প্রিয়তমার নিশ্চিত মৃত্যু জেনেও তাকে বিয়ে করেছে। আর সম্পূর্ণ আগলে রাখার চেষ্টা করেছে। যে পুরো পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে,
' সুনীলের কেউ কথা রাখেনির ভীড়েও
কেউ কেউ কথা ঠিকই রাখে।'
#শুধু ভালোবাসি বললেই হয় না...... ভালোবেসেও দেখাতে হয়।