Rukhsana Akhtar

Classics Inspirational

4.0  

Rukhsana Akhtar

Classics Inspirational

ডাইরির সেই পাতা গুলো

ডাইরির সেই পাতা গুলো

3 mins
187



    পর্ব :-৩


  

  তখন আম্মু যা বলল তা শুনে খুব জোর বিষম খেলাম। আম্মু বলল --

----- আম্মু বলল হুম জানি ওর বাড়ি পছন্দ হয়ে গেছে শুধু তাই আর ও এখানেই থাকবে। 

  এটা শুনেই বিষম খেয়েছিলাম। তখন আমার অবস্থা দেখে আম্মু আবার বলল --

----- হ্যা রে তোর আবার কী হল । পানি খা। পুরো আব্বুর কপি পেস্ট। তার মতোই জখ কাশি ধরে ছিস। নে আর পানি খা। এই মেয়ে মন কোথায় তোর??? এইইইইইইইইই

  আমার কাশি থেমে গেছে কিন্তুু প্রবলেম হচ্ছে আমি আবার ভাবনার জগতে হারিয়ে গেছি আর পানি না খেয়ে গায়ে ফেলতে শুরু করেছি।তাই আম্মু আমাকে চেঁচিয়ে ডাকল। ভাবনার থেকে বাস্তবে ফিরে এসে ঝট করে বললাম --

-- দাড়াও পরিষ্কার করে দিচ্ছি। 

------ তোকে আমি পরিষ্কার করার কথা বলেছি একবারও। 

এটা সিজন চেঞ্জের সময় সেদিকে খেয়াল আছে নবাবজাদির। 

(বুঝলাম আম্মু খেপেছে এখন পালাতে হবে নইলে কপালে দুঃখ আছে। সময়টা ছিল শরৎকালের শুরু আর বর্ষাকালের শেষ। এই সময় নিজের খেয়ালের একটু গাফিলতি করলেই ঠান্ডা লেগে যাবে। তারপর নাকানি-চুবানি খেতে হবে। তাই ভিজে ড্রেসটা চেঞ্জ করে নিলাম।) 

   স্কুল থেকে ফিরে প্রচন্ড টায়ার্ড হয়ে যাবার দরুণ ঘুমিয়ে পড়লাম। আর ভুলে গেলাম নতুন ম্যাম আসার কথাটা। 

   বিকালে আসতে আসতে দরজা ঠুকার আওয়াজে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখি সাহিনা আন্টি। (ইনি হচ্ছেন আমাদের বাড়ির প্রাইমারি টিচার। ইনি প্রেগন্যান্ট। ওনার সাথে আমার বন্ডিং খুব ভালো। ইভেন আমি বিজি থাকলে আমার ক্লাসে প্রজেক্ট গুলোও ওনি লিখে দিতেন) 

  আমি বললাম --

---- কিছু বলবে আন্টি? 

---- তুমি কি করেছ?? আমি দুপুরে এসে থেকে দেখছি তোমার মা রাগে গজ গজ করছে। শুধু তাই নয় এখন যদি দেখত তুমি ঘুম থেকে উঠনি তবে তোমার পিঠে লাঠি ভাঙত। আমাকে জিগ্গেস করছিল তুমি উঠেছ নাকি?? 

ভাগ্যিস বললাম উঠে গেছ। তুমি কি কোনো কারণে স্ট্রেসড?? 

---- আর বলো না আমাদের বাড়িতে আমাদের স্কুলে র নিউ টিচার আসছে। তাও ফিজিক্স। ওই একটু tensed। এমন সময় মা চেঁচিয়ে ডাকল --

----- সানা চা খাবি আয়। 

----- যাচ্ছিইইইইইইইইইইই। 

বলেই আন্টিকে বললাম তুমি রেস্ট নাও আমিও নীচে যায়। বলেই নীচে চলে এলাম আর আন্টিও উপরে চলে গেল। চা খেয়ে আব্বুর সাথে দেখা হল। আমি জিগ্গেস কলাম --

---- তোমার পড়ানো হয়ে গেছে?? 

---- হুম। তুই পঢ়তে বসিসনি ??

---- না ম-মানে পড়তে যাব। 

---- হুম যা (দীর্ঘশ্বাস ছেড়ে বলল কারণ তিনি জানেন আপাতত আমি আড্ডা দোবো। তাই আরো বললেন--) 

---- আড্ডা দিতে যাবি না উপরে । 

আমি মিনমিন করতে বললাম --

---- ঠিক আছে (কারণ আমি জানি এখন কিছু বলতে গেলেই বকা খাব) 

 চলে যাব এমন সময় মনে পড়ল নতুন ভাড়াটে মানে নতুন ম্যাম আসার কথাটা। তাই বললাম --

---- পাপা বলছিলাম যে নতুন ম্যাম আসবে শুনলাম। কিন্তু ওপরে তো একটায় রুম আছে ওটাও দিয়ে দেবে?? 

---- দেখ একা মেয়ে বয়স সাহিনার মতো। বিয়ে হয়নি কেউ থাঅবে না ওর সাথে। এক ভলো , প্রটেক্টিভ ঘর তো দরকার। তাই আমাদের বাড়িতে থাকবে। আগে প্রাইমারি টিচার ছিল। 

---- ওও( এটুকু বলেই সস্তির নিশ্বাস ছাড়লাম যে বয়স্ক মহিলা নয়, নয়ইত সারাক্ষণ খ্যাচখ্যাচ করত।) 

দিয়ে আব্বু বলল --

---- যা পড়তে বস। এখান ঘুরঘুর না করে। 

এমন সময় আমার বোন এসে বলল --

---- পাপা দিদিভাই-এর ম্যাম আমাদের বাড়িতে থাকবে?? 

পাপা বলল --

---- হুম 

---- তাহলে দিদিভাই বদমাইশি করলে ওর ম্যাম কে বলবো। 

কথা শুনে আমি বললাম --

---- শয়তান তোর শুধু ওই ধান্দা না কীভাবে আমার পেস্ট্রিজের ফলুদা করা যায়?? ( দাড়া তোকে দেখাচ্ছি মজা বলেই মারতে গিয়েও ফিরে এলাম কারণ ওর ইনোসেন্ট চাহুনি। দিয়ে উপরে যেতে লাগলাম হঠাৎ মনে হল কেউ কিছু ছুড়ল। পিছন ফিরে তাকাতেই দেখি আমার বোন সাইরা আমার গায়ে ওর খেলার বলটা ছুড়ে মেরে পালালো আব্বুর কাছে) 

 আমি চেঁচিয়ে বলে উঠলাম --

---- সাইরির বাচ্চা তোকে আমি পরে দেখছি। ( বলেই চলে এলাম। ভাগ্যিস আম্মু ছিল না নয়ত ব্যান্ড বেজে বারো হয়ে যেত।) 

 আর কিছু না ভেবে পড়তে বসলাম। 

  ঠিক পনেরো দিন পর সকালবেলা.....


Rate this content
Log in

Similar bengali story from Classics