STORYMIRROR

Rukhsana Akhtar

Fantasy Inspirational Others

3  

Rukhsana Akhtar

Fantasy Inspirational Others

ডাইরির সেই পাতা গুলো

ডাইরির সেই পাতা গুলো

3 mins
185


  আর পাঁচটা দিনের মতো ছিল না সকালটা। হালকা শীত শীত ভাব। সকাল ছ-টায় ঘুম থেকে উঠে ব্রাশ করে চায়ের জলটা চাপিয়ে ঘরের উঠনে হাটাহাটি করছিলাম। দিয়ে চা নামিয়ে আম্মুকে বললাম --

---- মা ঘুম থেকে উঠে পর। চা হয়ে গেছে। আর সাইরি কেও উঠিয়ে দাও ওর স্কুলের হোমওয়ার্ক বাকি আছে। 

---- তুই নিয়ে যা না ওকে উঠিয়ে। আমার শরীরটা খারাপ লাছে। (আম্মু বলল) ( তখন আম্মু পিশ্চুলা রোগ ভুগছিলেন তাই বেশির সময় শরীর খারাপ করত)। 

 দিয়ে গেলাম সাইরিকে ওঠাতে। যদিও জানি আব্বু না এলে উখবে না। আর আব্বু তখন হাঁটতে গেছেন। তবুও চেষ্টা করে দেখি ভেবে গেলাম। গিয়ে ডাক দিলাম --

---- ওই বুনি ওটে পর। সোনা বুনু আমার ওঠে পড়তে হয়। 

  ( অনেক ভালো ভাবে বলার পরও যখন উঠল না তখন উপায় না পেয়ে পা টেনে ধরে বিছানা থেকে নামিয়ে দিলাম।) 

 ও তখন আমায় মারতে আসলে বলি যে --

---- এ টাল তোর যে হোমওয়ার্ক বাকি আছে বাকি আছে ওগুলো কী আমি করব?? 

---- এই যা ভুলেই গেছিলাম। যাই কমপ্লিট করেনি তারপর তোর মজা দেখাচ্ছি, আমাকে ঘুম থেকে ওঠানো। 

  বলেই ব্রাশ করতে চলে গেল আমি ভাবছি কী রকম বুনু পেয়েছি। ভালোর জন্য ঘুম থেকে উঠালাম আর হয়ে গেলাম কালো। এই জন্য বলে কারুর ভালো করতে নেই। এই করতে করতে আব্বু চলে এল। দিয়ে বলল --

---- চা টা দিয়ে যা তো। 

---- যাচ্ছি ( আমি বললাম) 

আজকের দিনে সকাল বেলা আমার কোনো টিউশন থাকে না। তাই চা দিয়ে ওপরে নিজের রুমে পড়তে চলে গেলাম। অনেকক্ষণ পড়ার পর হঠাৎ আব্বু নীচে ডাকল আমায়। দিয়ে বলল --

---- ওপরের বড়ো কাঁচের রুম এ যা যা জিনিস পত্র আছে সেগুলো নীচে নামিয়ে নে । 

এটা শুনে আমি বললাম --

---- কেন?? 

---- কারণ তোদের স্কুলের নিউ ফিজিক্স টিচারের আজ জয়েনিং।

---- ও তাই নাকি!! কি নাম গো ম্যামের?? আজই স্কুল যাবে নাকি?? 

---- হুম হুম। এখন তুই ওপরে যেয়ে গোটাটা পরিষ্কার করে আয়। 

---- রুমটা ঝারু দেবার পরই দেখি ওনারা চলে এসেছেন। 

  দিয়ে আর কি করার ঝটপট করে প্লাস্টিকের গামলায় করে সমস্ত জিনিস ভরে নিলাম।

  ততক্ষণে ওরা ওপরে চলে এসেছে। ( আমি এখটা ঘরোয়া ড্রেস পড়েছিলাম তাই হালকা হলেও অসস্তি আমাকে কিছুক্ষণের জন্য ভর করেছিল। কিন্তু তা ওদের ব্যবহার দেখে কেটে যায়।) হঠাৎ একটি রিনরিনে, বেশ হালকা ধরা একটি মিষ্টি গলার স্বর কানে এলো। দিয়ে ঘরের বাইরে উঁকি পেড়ে দেখলাম, একজন সুন্দর, লম্বা (৫ফুট ৪ ইঞ্চি), খুব মিষ্টি দেখতে একজন মেয়ে আব্বুর সাথে কথা বলছে। আমাকে উঁকি পাড়তে দেখে আব্বু বলেন --

---- মা এদিকে আয় তো। ( আব্বু ডাকল পরিচয় করিয়ে দেবার জন্য।) এই হল তোর নিউ টিচার। 

 মনে মনে বলি দাও বাঁশ আরো বেশি করে দাও। ফিজিক্সের টিচার OMG!! বিশ্বাসই হচ্ছে না। এরকম মিষ্টি দেখতে টিচার স্কুল একটাও নেই। মুখে বললাম --

---- ওও। ( দিয়ে সালাম দিলাম ওনাকে।) আসালাম ওয়ালেইকুম। 

 আমায় দেখে ম্যাম গাল টিপে দিয়ে বললেন --

---- ওয়ালেকুম আসলাম। 

  আব্বু বলল -- 

---- যা স্নান করে রেডি হয়েনে। নতুন ম্যামের সাথে স্কুলে যাবি। 

  আমি ওকে বলে চলে এলাম। দিয়ে রেডি হতে চলে গেলাম। এর আম্মুর কাছে শুন ম্যাম আর আমি একসঙ্গে খাব। তাই আমি রেডি হয়ে ম্যামকে ডাকতে চলে গেলাম। ওনাকে বললাম আমার আম্মু ওনাকে ডাকছেন। ওনি আম্মু সাথে কথা বলতে লাগলেন। প্রথমে ওনি খাবেন না বললেও আম্মুর জোরাজুরিতে খেয়ে নিলেন। দিয়ে আমরা বেরিয়ে পড়লাম স্কুলে যাবার জন্য। 

 যেতে যেতে......................


Rate this content
Log in

Similar bengali story from Fantasy