Shampa Saha

Abstract Fantasy

4.4  

Shampa Saha

Abstract Fantasy

এক ধূসর কথোপকথন

এক ধূসর কথোপকথন

1 min
543


#এক_ধূসর_কথোপকথন#শম্পা_সাহা

-তোমার কি ভালো লাগে?

-কিচ্ছু না

-কেন?

-এমনই

-আচ্ছা তোমার কিছু হতে ইচ্ছে করে না?

-করে তো

-কি?কি হতে ইচ্ছে করে তোমার?

-পাথর অথবা কাঠের গুঁড়ি।চুপ করে পড়ে থাকবো এককোণে।কোথাও যাবার তাড়া নেই, কিচ্ছু করার তাড়া নেই।

-আর অন‍্য কিছু হতে ইচ্ছে করে না?

-না-কেন?

-ভালোলাগে না

-তোমার ঘুরতে ভালোলাগে না?

-না

-কেন?

-আমার স্থবিরতা ভালোলাগে

-তোমার দিন ভালো লাগে না রাত?

-রাত

-কেন?

-কোনো আলো নেই, শব্দ নেই, চুপচাপ চারিধার

-তখন বুঝি আকাশ দেখো?

-না আমি কিছুই দেখি না

-কেন দেখো না?

-আকাশে চাঁদ সড়ে সড়ে যায়।তারারা ঝলমল করে।আবার এত আলো ভালোলাগে না।

-তা হলে কি করো?

-চোখ বুজে পড়ে থাকি

-ঘুমাও বুঝি?

-না ঘুম তো আসে না।ঘুম কি ?ঘুমোলে কি রকম লাগে তাই তো ভুলে গেছি।আমি শুধু পড়ে থাকি পাথরের মত অথবা মরা কাঠের গুঁড়ি!


ডাক্তার খসখস করে কাগজে লিখলেন ক্লিনিক্যাল ডিপ্রেশন,থার্ড স্টেজ।

©®


Rate this content
Log in

Similar bengali story from Abstract