STORYMIRROR

Manik Goswami

Horror Tragedy

3  

Manik Goswami

Horror Tragedy

ঝোড়ো হাওয়া

ঝোড়ো হাওয়া

1 min
250


রাজনীতির উথাল ঝোড়ো হাওয়ায় 

ভেঙে গেছে মাটির ঘরের দেয়াল,

উড়ে গেছে মাথার 'পরে ছাদ,

ক্রোধের বহ্নি গুঁড়িয়ে দিয়েছে চোয়াল।

লুঠ হয়ে গেছে ঘরের থালা বাটি,

সাথে নিয়ে গেছে খুচরো পয়সার ঘট,

আগামী দিনে অন্ন পাবার তরে,

শুধু চেয়ে থাকতে হবে পথ।

দুধেল দুটো গাই ছিল সম্বল,

গোয়ালে জ্বালালো আগুন,

নির্বাক প্রাণী কারণ শুধালো চোখে।

সভ্যতার বড়াই করা জীব

বড় বড় বুলি আওড়াতে থাকে মুখে।

নিষ্ঠূরতার চরম উদাহরণ

রেখে গেলো এই পৃথিবীর বুকে।

দাওয়ার 'পরে বাঁধা ছাগলটারে,

তুলে নিয়ে গেলো মোচ্ছব হবে বলে,

অল্প বয়সী কুমারী মেয়েটিরে

ছ' জন মিলে নিয়ে গেলো বাঁশ ঝাড়ে।

শক্ত সমর্থ ঘরের জোয়ান ছেলে,

বাঁচার তরে শক্তি সহায় করে,

ঝড়ের আগেই পালিয়ে গেলো বৃদ্ধা মাকে ছেড়ে।

হাতে পায়ে ধরেও মুক্তি পেলোনা মা,

মহত্ববোধ হারিয়েছে মহিমা |

ঘুচে গেল জীবনভরের দৈন্য,

বিস্ফোরণে শরীর হলো ছিন্ন।

বেশ আছি এই অরাজকতার দেশে,

আজ আছি, কাল কোথাও যাবো ভেসে।

কাজ কর্ম শিকেয় তুলে দিয়ে,

বাঁচার চিন্তা বিভেদের গ্লানি বয়ে।


Rate this content
Log in

Similar bengali poem from Horror