সেলফি
সেলফি
সেলফি
মানিক চন্দ্র গোস্বামী
এই যে দেখি হয়েছে এক নেশা,
ছেলে, ছোকরা, বন্ধু দলে
লেখাপড়াটা শিকেয় তুলে,
সাধারণে ভুলেছে নিজের পেশা।
মোবাইল হাতে, দিনে রাতে,
যখন তখন নেশায় মেতে,
সেলফি তুলে বড়ই মজা পায়,
হুশ থাকে না রাত বা দিনে |
নদীর ঘাটে, রেল স্টেশনে,
স্কুল, কলেজের সাথীর সাথে,
মাঠ, ময়দান, গলি, রাজপথে,
সেলফি তোলার হিড়িক বাড়ছে দিনে।
জলে, স্থলে, পুকুর পাড়ে,
কোনও দলের ঝান্ডা ধরে,
মহান নেতার শরীর ঘেঁষে,
মহর্ষিদের মূর্তি পাশে,
সেলফি ওঠে বন্ধুদেরই ভিড়ে।
পাহাড় চূড়ায়, গিরি খাদের ধারে,
নদীর জলে নৌ বাইচের সময়,
বাঘের খাঁচায় সাহস অতিশয়,
চলতি ট্রেনে অচেনা মুখের ভিড়ে।
গ্রামের পথে, শহর থেকে দূরে।
ছেলে মানুষ, ভাবে না আগে পিছে,
আপন করে গোলকধাঁধার মিছে।
নতুন কিছু করার কৌশলে,
চমক দিয়ে আকর্ষণের ছলে,
অসাবধানতায় জীবন হবে মিছে।
অভিভাবকের সঠিক পদক্ষেপে,
স্তিমিত হবে অস্বাভাবিক নেশা,
ছন্নছাড়া জীবন কোরো না পেশা,
নচেৎ জীবন ভরে রবে আক্ষেপে।
