বঙ্কিম স্মরণে
বঙ্কিম স্মরণে


বঙ্কিম-স্মরণ
তব চরণপদ্মে বিকশিত মম
হৃদয়-মৃণাল রাশি,
চমকিত আঁখিপল্লবদাম,
হে মহামহিম ঋষি।
নবজাগরণে উত্থিত লহর,
আনন্দমঠে কাটাইনু প্রহর,
'বন্দে' ছন্দে সজ্জিত সমর,
সম্রাটোচিত প্রেম ভাষী ।
ললাটে 'চক্রবর্তী' রেখা,
বঙ্কিম ভাবগম্ভীর লেখা,
শিরস্ত্রাণে নয়নের দেখা,
প্রণাম পদে রাশি রাশি।