STORYMIRROR

Nityananda Banerjee

Abstract Fantasy Inspirational

3  

Nityananda Banerjee

Abstract Fantasy Inspirational

আত্মদর্শণ

আত্মদর্শণ

1 min
15

এতদিনে চিনেছি নিজেকে -

লক্ষ কোটি বছরের পর ,

আদিম কবিতা যে লেখে -

পায় না সে আপনার ঘর ।

ডানা মেলে উড়ে যায় পাখি -

দূর দূর সীমানার তলে ,

পড়ে যবে জলে তার আঁখি -

অন্তরে কলহ কথা বলে ।

ফুল ভেবে ভালো বাসি যারে -

ভুল হয় বাঁশবনে ডোমের ,

শ্যাম কুল দুই রাখি নারে -

শৈবের মত পূজি সোমের ।

এতদিনে চিনেছি নিজেকে -

বুক ভরে ঘাত প্রতিঘাতে ,

প্রতিবর্ত ক্রিয়াটি যে কে -

স্বপ্নের মাঝে দেখি রাতে ।

আয়নায় মুখ দেখা দায় -

সুরূপ কুরূপ বুঝি নাতো ,

রাত আসে দিন বুঝি যায় -

দর্শণ নামে জ্যোতি খ্যাত ।

আকাশে মেঘ জড়ো হলে -

চোখে দেখি আশা ভরা বারি,

মন শুধু নিজ কথা বলে -

প্রাণ দেব আজ যদি হারি ।

অনুভবে যত কথা কয় -

কিছু কিছু হয়তো বা ঠিক ,

কখনো সে চেতনাই নয় -

মানুষ না হলে মানবিক ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract