STORYMIRROR

Manjula Acharya

Abstract

5  

Manjula Acharya

Abstract

দুই বিন্দু অশ্রুজল

দুই বিন্দু অশ্রুজল

1 min
533

আমি যে এক মূর্ছিত কলি

অশ্রুজলের কথা কি করে বলি!

প্রস্ফুটিত যৌবন মোর ঢলঢল,

নদীর মতোই ছিনু ছলছল।  

সেদিন ছিল মেঘলা আকাশ

বইত ছিল মলয়   বাতাস 

তনুমানে জেগেছিল নব শিহরণ

বান্ধবীদের সনে মেঠো পথ ধরে

চলিতে ছিলাম জাগর যাত্রার তরে

মন ময়না গাইতেছিল গান

 উঠল হঠাৎ কি ভীষণ ঝড় তুফান।

মানবপশু লুকিয়ে ছিল কোনখানে

বিজুলির মত লোলুপ দৃষ্টি হেনে

সহসা ঝড় ঝাপটা র মাঝে

হারিয়ে গেলাম কেও পেল না খুঁজে

উঠিল ক্রন্দন রোল , উঠিল হাহাকার

পাষাণ সম পডেছিনু হয়ে শবাধার

দুই বিন্দু অশ্রুজল গড়িয়ে এল চোখে

নীরব আমি, কথা নাইকো মুখে

কোন অপরাধে পেলেম এহেন যাতনা

অন্তহীন যে নিভৃত মোর বেদনা

অশ্রু জল তো আর বাঁধ মনে না

কে দেবে গো মোরে বাঁচার প্রেরণা

চিরসাথী সেই দুই বিন্দু অশ্রু জল

অব্যক্ত যাতনা বলে নয়ন সজল । ।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract