STORYMIRROR

Manjula Acharya

Others

4  

Manjula Acharya

Others

প্রেমের পরিভাষা

প্রেমের পরিভাষা

1 min
338

শাশ্বত প্রেমে বাঁধা এ জগত
বিশ্বাস করুণা ভরে,
নিঃস্বার্থ ভাবনা প্রেমের প্রতীক 
স্বার্থে যায় সে মরে।
প্রেম চিরন্তন স্বর্গীয় সুষমা 
আনন্দ অমৃত ধারা,
সত্য ধর্ম নিষ্ঠা সাহস শক্তি
প্রেমে  হয় সব হারা।
প্রেম চিরন্তন হৃদয়ের ভাব
উল্লাস আনন্দ মন,
প্রীতি স্তম্ভ আঁকে জীবন রেখায় 
সম্পর্কের কুঞ্জবন ।
প্রেমই জীবন প্রেম সমর্পণ 
আত্মীয় বন্ধু স্বজন,
প্রেম নৈবেদ্য ভক্তি অর্ঘ্য 
পবিত্র সে চিরন্তন।
প্রেম পরিভাষা অসীম মধুর
তার বিনা সব অপূর্ণ,
প্রেম বিনা নয় জীবন সরস
স্বপ্ন হয়ে যায় শূন্য।


Rate this content
Log in