অজানা পথ
অজানা পথ
1 min
351
অজানা পথে চলতে চলতে
ক্লান্ত পথিক হয়েছি,
যা কিছু আমার হারাবার ছিল
সব তো হারিয়ে ফেলেছি।
পাওয়ার কোনো আশা ছিল না মোর
কখনো পাই নি কারোর কাছে,
দিতে দিতে যে গেছে গো হেরে
সে দুঃখ জানাবে কাকে ?
স্বার্থের কারণে লোকে আমায়
করে দিলো সর্বহারা,
যে যার পথে গেলো চলে
লজ্জা যে ভুলে গেলো তারা।
চিনতে আর বাকি নেই আমার
অতি নিকট থেকে জানলাম,
জানার সময় রইলো না আর
প্রায়শ্চিত্ত বাকি রাখলাম।
সেটুকু শেষ করে ফেলব আমি
নিশ্বাস শান্তিতে নেবো,
আমি কোনো অপরাধ করি নি
খুশি খুশি কৈফিয়ত দেবো।।
