ভালোবাসা
ভালোবাসা

1 min

119
ভালোবাসা ভালোবাসা
সবার মুখে শুনি,
ভালোবাসা হয় কেমন
কল্পনায় জাল বুনি।
ভালোবাসা যেন ঝরাপাতা
ফেলে দীর্ঘশ্বাস,
ভালোবাসা তবু হয় যায় কেন
তাতে থাকে কি সুখের আশ!
ভালোবাসা যেন অন্ধ পথিক
হয় শুধু দিশাহারা,
ঘুমহারা চোখে বসে বসে শুধু
গুনে যায় আকাশের তারা।
ভালোবাসা দেয় চোখে জল
মুছে ফেলে সব হাসি,
ভালবাসায় পাগল মন
যাতনা রাশি রাশি।
ভালোবাসায় পড়লে ধরা
মেলে না তো মুক্তি,
ভালোবাসায় ডুবলে মন
পায় সে অসীম শক্তি।।