শিলা খণ্ড
শিলা খণ্ড
ব্যথা বেদনাকে বুকে চেপে
ব্যক্ত করার ইচ্ছাকে ,শক্তিকে লাগাম দিয়ে
দেখে না দেখার মতো পড়ে রইলাম
শুনে না শোনার মতো শুয়ে রইলাম
পাল্টে গেলেন মন্দির গাত্রের নির্বাক শিলা খণ্ড।
তুমি জাগিয়েছিলে মনে
সোনার তরীতে ভেসে যাওয়ার স্বপ্ন
তুমি জাগিয়েছিলে দেহে
প্রীতি প্রণয়ের বিধূর ব্যাকুল শিহরণ
তোমার প্রতারণার চাবুক প্রহারে
হারিয়ে ফেললাম যুদ্ধ করার
প্রতিবাদ করার শক্তি।
নিজেকে সাজিয়ে দিলাম
তোমার প্রেম মহলের
শাঁখ বাজানোর অভিনয় করতে থাকা নর্তকী নির্বাক, নিথর শিলা খণ্ড।
কালের করাল কবলে
তোমায় কথা দিয়েছি
স্থির হয়ে পড়ে থাকবো
অনাসক্ত শিলা খন্ডের মতো ।
