বসন্ত শোভা
বসন্ত শোভা
1 min
168
শ্যামল শোভায় ভরা বন উপবন,
মৃদু মৃদু যায় বহে দখিনা পবন ।
কোকিলের কুহুতানে আনমনা মন,
ফুলে ফুলে অলিদল করে গুঞ্জরণ ।
শিমুল পলাশ ফুলে লাগে আগুন,
আবিরের রঙে রাঙা রঙ্গিন ফাগুন।
নবীন কিশলয় উঁকি দেয় শাখায় শাখায়,
ঝরাপাতা ঝরে ঝরে পড়ে গাছের তলায়।
