বসন্ত আগমনে
বসন্ত আগমনে
1 min
253
মধুর মলয় মৃদু মৃদু তানে
মিলন স্বপ্ন এনে,
ধরণীর কানে চুপি চুপি বলে
মিষ্টি মধুর গানে।
পীত রঙের হলুদ বসন্ত
বসন্তকে করে স্বাগত,
গাছের শাখায় কুহু কুহু সুরে
পিক গায় সঙ্গীত।
বনে উপবনে কুসুম মহকে
বসন্ত আগমনে,
প্রীতি শুভেচ্ছা অনুরাগের রঙ
খেলে যায় সবার মনে।
কৃষ্ণচূড়া ও পলাশও মাখে
লাল রঙের ফাগুয়া ,
ধীরে ধীরে বয় যায়
মৃদু দখিন হাওয়া।
গুনগুন সুরে ভ্রমে ভ্রমর
আহ্লাদে মধু গুঞ্জন,
সমীর হিল্লোলে সুগন্ধ বিতরি
পুলকিত হয় ধরা প্রাণ।
ধরণী রাণী প্রতীক্ষায় থাকে
মিলনের আশে,
বসন্ত মধু মধু কথা বলে
প্রাণ প্রিয়ার পাশে ।।
মধুর কথায় ভাসে
