ক্ষণপ্রভা
ক্ষণপ্রভা
1 min
145
ক্ষণপ্রভা ক্ষণে দেখিয়ে আলোক
পুলক আনে মনে,
অসনি আসে দুন্দুভি বাজিয়ে
আতঙ্ক জাগায় প্রাণে।
সুখের সাথে দুঃখ লেগে থাকার মতো
সবকিছু ঘটে যায়,
আলো আঁধার পাশাপাশি থেকে
লুকোচুরি খেলা হায়!
কত দিবস রজনী বিতে যায়
ঋতুর পরে ঋতু আসে,
তবুও মানুষ চেতনা পায় না
সবকিছু ধরে বসে ।
মৃত্যু অনিবার্য জানে সবাই
তবুও পড়ে জালে,
কামনা বাসনায় থেকে হয় অন্ধ
থাকে সেই মহলে ।
