STORYMIRROR

Manjula Acharya

Others

3  

Manjula Acharya

Others

ক্ষণপ্রভা

ক্ষণপ্রভা

1 min
151

 ক্ষণপ্রভা  ক্ষণে দেখিয়ে আলোক 
পুলক আনে মনে,
অসনি আসে দুন্দুভি বাজিয়ে
আতঙ্ক জাগায় প্রাণে।
সুখের সাথে দুঃখ লেগে থাকার মতো
 সবকিছু ঘটে যায়,
আলো আঁধার পাশাপাশি থেকে 
 লুকোচুরি খেলা হায়!
কত দিবস রজনী বিতে যায়
 ঋতুর পরে ঋতু আসে,
তবুও মানুষ চেতনা পায় না
সবকিছু ধরে বসে ।
মৃত্যু অনিবার্য জানে সবাই 
 তবুও পড়ে জালে,
কামনা বাসনায় থেকে হয় অন্ধ 
থাকে সেই মহলে ।


Rate this content
Log in