যা আমি দেখি
যা আমি দেখি
1 min
42
যা আমি দেখি চারিদিকে
মনে হয় সব মায়া ঘর,
ভরে আছে পাহাড় বন নদী
সুনীল নীল আম্বর ।
সাগর গর্ভে আছে কত কি
কত অমূল্য দ্রব্য,
কে ভরে দিল এই সব
ভেবে মনে জাগে গর্ব।
রূপ তো আমরা দেখি নি চোখে
অরূপ তিনি সবার মূলে,
যা প্রয়োজন জীবনে মোদের
দেন তিনি হাত খুলে।
ফুলের মহক পাখির কূজন
শুনে মন পুলকিত,
ঝরণার ধারা শ্রুতি মধুর
সব করে আমোদিত।
মাথা নত করে এসো সবাই
করি তাঁর বন্দনা,
অদৃশ্য মহিমা উপলব্ধ হলে
থাকে না তার তুলনা ।।
