STORYMIRROR

Manjula Acharya

Others

4  

Manjula Acharya

Others

সেই ব্ট গাছটি

সেই ব্ট গাছটি

1 min
261

বট গাছটি এখনো আছে
সেই পুকুর পাশে,
অনেক পথিক আসে সেথা 
ক্লান্তি ভোলার আশে।
পুরানো সেই গাছের সাথে
জড়িয়ে আছে স্মৃতি,
যায় না ভোলা চির সাথীর 
অম্লান স্নেহ প্রীতি।
সুদীর্ঘ শেকড়গুলি ধরে
দোল খেয়েছি মোরা,
আনন্দের সেই দিনগুলি
হারিয়ে গেলো ত্বরা।
ছেলেরা সব ধরতো মাছ
তার ছায়াতে বসে,
বট ফলগুলি পড়তো 
মাটির বুকে খসে।
বয়স্করা করতো জটলা
বটের তলে এসে,
নানান গল্পে উঠতো মেতে
খুশির হাসি হেসে।
সুখ দুঃখ নানা ঘটনার
সাক্ষী তো সেই বট,
আজও আছে বট গাছটি
মাথায় নিয়ে জট।।


Rate this content
Log in