নারী
নারী
1 min
130
শান্ত মেঘের মায়া সে তো
আবার স্নিগ্ধ বনের ছায়া,
সৃষ্টিকারিণী জননী ভগিনী
দাম্পত্য জীবনে জায়া ।
হৃদয়ের মমতা ভান্ডার তার
হয় না কখনো শেষ ,
নিজের দুঃখ অন্তরে রেখে
মুখে রাখে শুধু হাসির রেশ ।
পরকে আপন করে সে নিমেষে
বলে মধুর বচন,
নারী তো সে জগত কল্যাণী
সতীত্ব তার ধন।
অন্তঃ সলিলা ফল্গুর ধারা
হাস্য লাস্যময়ী বামা ,
পারদর্শিতার নৈপুণ্য কর্মে
দেখায় নিজের গরিমা।
জল স্থল সর্বত্র তার
কৃতিত্বের পরিচয়,
পুরুষের সমকক্ষ সে আজ
সমাজ গায় তার জয়।
পুরুষের যত সফলতায়
হয়েছে প্রেরণাদায়ী,
নূতন যুগের মহিলা রূপে
তুলনা তার নাই ।।
