আশা
আশা


ওগো আশা ,তুমি আশা
তোমায় নিয়ে একটু ভালোবাসা
ঘনঘটায় তুমি যে বিজু লি
মন নিয়ে করো লুকোচুরি
দাও যে বাঁচার দিশা
ওগো আশা, তুমি আশা
জীবনের ঝড় বর্ষা
কেটে যায় তোমার আলোয়
তুমি যে অমলিন শিখা
মানুষের মনে জাগাও বিশ্বাস
ওগো আশা, তুমি আশা
তোমায় ছেড়ে বাঁচা কি যায়
তুমি তো মরিচিকা প্রায়
হঠাৎই দিয়ে দেখা যাও মিলিয়ে
স্বপ্নের সম যাও হারিয়ে
ওগো আশা, তুমি আশা
বার্ধক্যের লাঠি যে তুমি
গরিবের ধন মানিকও তুমি
তোমায় নিয়ে কত কল্পনার জাল বোনা
মনের আঙিনায় তোমার আনাগোনা
ওগো আশা ,তুমি আশা ।।