নিম্নচাপ
নিম্নচাপ


নিম্নচাপের চপলতায় ভ'রলো পুকুর মোর
উঠোন ভরা জলার তোড়ে বন্ধ ঘরের দোর।
নানারকম মাছের খেলা মন যে উথাল-পাথাল,
খুশির তোড়ে ঘুরছে সবে ফেলছে জলে জাল।
কই-মাগুর আর পোনার সাথে লাফায় পুঁটিমাছ,
তাই দেখে সব খোকা-খুকু জুড়লো মধূর নাচ।
পুকুর-ডোবা রাস্তা-ঘাট সবই একাকার,
বাঁধন হারা জলের রাণীর আনন্দ অপার।
গাড়ি-ঘোড়া অচল এখন নৌকা চলে রাস্তায়,
গ্রামের বাবু রেগে আগুন গাড়ি বেচেন সস্তায়।
জাত-পাত সব গেছে চুলোয় সবাই ত্রাণশিবিরে,
ডাকে আল্লা-গড-ভগবানে আকূল অশ্রুনীরে।
রাম বাঁচায় রহিমকে আজ আপন প্রাণ দিয়ে
একই সাথে ভরায় উদর এ ওর অন্ন নিয়ে।।