STORYMIRROR

Nurul Hoque

Abstract

4  

Nurul Hoque

Abstract

হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়

হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়

2 mins
311


কিছু কিছু স্মৃতি কথা কিছু কিছু গান

হৃদয়ের ছায়াপথ, বিবর্ণ উঠান

ফেলে আসা জীবনের যত প্রেম কাম

আরক্ত শরীর থেকে ঝরে পড়া ঘাম

একে একে যায় ক্ষয়ে পাথর সময় 

হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়


ছবিরা ছবির মতো কথা কয় একা

বৃক্ষডালে হেসে উঠে কুহু আর কেকা

এসব লাজুক হাসি, লাজে ভরা গাল

কুমুদ কৌতুক যেন হয়ে আসে লাল

হাসে গায় মহাকাল নেই লয় ক্ষয়

হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়


কখনো অধীর তুমি কখনোবা আমি

স্মৃতিচিহ্ন বুকে নিয়ে নোনা জলে নামি

স্মৃতির দহন আহা প্রস্ফুটিত দিন

প্রবল মায়ায় ঘেরা , হয়ে আসে লীন

তবুও মানিনি হার , লব্ধ পরাজয় 

হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়


মনে পড়ে তুমি আমি উপমহাদেশে

ফলিত চাষীর মতো কিষানীর বেশে

উড়িয়েছি বিজয়ের নন্দিত নিশান 

ভেসেওঠেগ্রামোফোনে দিগ্বিজয়ী গান

কোথায় সেসব স্মৃতি মুগ্ধ মায়াময় 

হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়


অতপর এ নগরে পাখি হয়ে আর

আসিবোনা এই আমি মাড়িয়ে আধাঁর

রাতের সড়ক ধরে অবিচল মনে

খট খট সিড়ি ভেঙ্গে স্থিত পদ্মাসনে 

ফিরিবোনা সুকুমার অচিন অজয়

হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়


আমার সঙ্গিনী তুমি ভূতপূর্ব সখি

আমার সঙ্গিনী তুমি তিক্ত হরিতকী 

আমার সঙ্গিনী তুমি সিক্ত পানিফল

আমার সঙ্গিনী তুমি সমুহ সজল 

সমতল পাটাতনে অজর অক্ষয়

হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়


রজনী গভীর সেই নারঙ্গি প্রহর 

অদৃশ্য তরঙ্গে কাপে অন্ধকার ঘর

আমি শূন্য বাতায়ন দৃশ্যপটে কেউ

তোলেনা নিশির বুকে উজ্জিবিত ঢেউ

শীতের সন্ত্রাসে রাত বিভীষিকাময় 

হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়


আহারে অতীত স্মৃতি ব্যথা ভারাতুর

সহেনা হৃদয়ে আর বেদনা বিধুর 

তবু দিন চলে যায় রাতের নিয়মে 

স্মরি আমি তোমাকেই প্রতি দমে দমে

বিরহে বিদগ্ধ মুখ দেখি কতিপয় 

হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়


চেন্নাই শহর কিন্বা সমুদ্রের পাড়

ললিত লাবণ্য মেখে করেছি উজাড় 

বিমূর্ত প্রকৃতি স্নিগ্ধ সবুজের ঘ্রাণ 

জুড়িয়ে শীতল করে বিদগ্ধ এ প্রাণ 

হেটে গেছি দুজনেই বিমুগ্ধ হৃদয় 

হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়



জননী স্কোয়ার হয়ে সৌম্য চার্মিনার

কুয়াশা আচ্ছন্ন আখিঁ কেটে অন্ধকার 

হাজার হাজার ক্রোশ ঘুমে কি নির্ঘুম

পেছনে রেখেছি ফেলে স্বীয় মাতৃভূম 

আলো ধৌত নগরের মুখ জ্যোতির্ময় 

হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়


এভাবেই অবিরাম লিখে কাব্য কলা

গড়েছি হৃদয়টাকে সুফলা সুজলা 

মুঠে পুরে এ পৃথিবী মায়াবী কানন

সুশীল সৌন্দর্যে আকা তোমার আনন

অচেনা বৃক্ষের সারি বিম্বিত বিষ্ময় 

হারানো অতীত যেন ঋদ্ধ বরাভয়।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract