জীবন
জীবন
তোমাদের মাঝে ভালোবাসাবাসি
আমার ভেতর কষ্টের আগুন
বকুলের মালা হয়ে গেছে বাসী
কই বসন্ত কোথায় ফাগুন।
এখন আমি একেলা থাকি
মাখামাখি আর ঘোর অভিসার
আমার এ জীবন বড়ই ফাঁকি
আসবে না প্রেম পুনর্বার।
তোমরা দুজন আবেগের জলে
কাটো সাঁতার বিরামহীন
ভরে উঠুক ফুলে আর ফলে
সাজাও জীবন বর্ণিল রঙিন।