STORYMIRROR

Apurba Kr Chakrabarty

Tragedy Classics Inspirational

5  

Apurba Kr Chakrabarty

Tragedy Classics Inspirational

শালীনতার ঠিকাদার

শালীনতার ঠিকাদার

1 min
490

শালীন শ্লীল নেহাতই ঠুনকো নিছক ভ্রান্তি ভ্রম!

মননে আর রুচির বিচারে, দিশেহারা বিভ্রম।

রূপ মাধুরতা কল্প প্রেমে বুনেছিল যারা স্বপ্ন 

আজ দুনিয়ার হালচাল দেখি হৃদয় তাদের ভগ্ন। 

হাজার কুমুমে,স্নিগ্ধ সুবাসে মেতেছিল হরেক কবি

এঁকেছিল কত প্রকৃতির রূপ, হৃদয় স্পর্শ ছবি

বিচিত্র রঙিন, বাহারি কুলীন, ময়ুরের পুচ্ছ পাখা

পাহাড় নদীর, শত প্রকৃতির, তুলিতে পড়েছে ধরা।

নীরবতা ভরা, সুদুর অসীমে,স্বপ্নের পরীলোকে

কৃষ্ণ জলদে, শুভ্র বলাকা অসহায় ফিরিছে নীড়ে 

পূর্ণিমা রাতে মেঘের আড়ালে লুকোচুরি চাঁদের খেলা।

নিরীহ কবি কৃষ্টি সাধকের জীবনটাই গতে বাঁধা ।


 কামুক কুবেরের অজব জগত রমনীতে ওরা মগ্ন। 

অনামী তুচ্ছ হতদরিদ্রে অশ্লীলতায় করি দীর্ন !

পিকাসো রেনি স্বীকৃত গুনী শত খ্যাতিনামা ধন্য 

নগ্নতায় ভরা অধুনা ফ্যাশন ধন কুবেরের জন্য 

 কত শত লোভী কৃষ্টির বাহক ! শিল্পসাধনায় ব্রতী!

ভেবোনা তারা মানসিক রোগী!আজিও অমর কৃতী 

অশ্লীলতা কারে কয় ! ঠিক করে মহাশয় ।

নগ্নতা ধিক,যৌনতা বিকৃতি !ভেবে করো আয়ুক্ষয় 

চিনির বলদ, হলেও মরোদ! স্বীকৃত মানুষ নয় ।

বিকশিত স্তন,যোনি হিয়া মন,সৃষ্টি তুলির ছোঁয়ায়

 শ্রেষ্ঠত্ব বিচারে, মিলছে তকমা বিশ্ব জগত ময়

আকাঙ্খার ক্ষুধা,সহস্র কুবের,রাখিয়াছে সব বাজী 

খ্যাতির শিখরে, বাজার নিরিখে আজিও রত্ন ছবি

লাখো টাকা নয়, নিলামে বিকোয়, মিলিয়ন ডলারে রাজী ।

তুমি আছো কোন সভ্য জগতে !মেনেই নিয়েছ হার!

অনাহারে মর! জয়গান কর। গড়ে দিও সরকার ।

কৃষ্টি রুচী ,শালীন শ্লীল, সীলমোহরের ঠিকাদার 

পৃথিবী ওদেরই কুক্ষিগত , সাথে আছে হানাদার। 



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy