STORYMIRROR

Apurba Kr Chakrabarty

Tragedy Inspirational Others

3  

Apurba Kr Chakrabarty

Tragedy Inspirational Others

সাফল্য!

সাফল্য!

1 min
170

কী বিষ্ময় অবাক করা মানুষের জীবন!

যদি অখ্যাত দরিদ্র হয় , নিজেকে মানিয়ে নেয় ।

মুক্ত বিহঙ্গ সম ,রাতে প্রশান্তির ঘুম ।

করে না ভয়ডর আসুক মরন।

ধন কুবের বিখ্যাত !

ক্ষমতাধর রাজনেতা বা রঙিন জগতের কুশীলব সেলিব্রিটি গুলো ! চলা ফেরাতে নয় মুক্ত !

ভক্ত,সমর্থকদের চাপ, আর নিরাপত্তার বলয়।

নিজেকে নিয়ে তীব্র উৎকন্ঠা আর ভয় 

কী ভীষণ চেষ্টা, নিজে ঘিরে স্বপ্ন, কেউকেটা রত্ন !

আকাশ ছোঁয়া আমিত্বের বড়াই।

 হবে তো সেদিন পুড়ে ছাই!

আজও তুমি সুখী নয়,

কী যেন অবিরত ভয়। 

নিদ্রা দেবীর অভিশাপে 

সীমিত ঘুমেও হাজার চিন্তা 

অবনমনের বিভীষিকা! আপ্রাণ চেষ্টা 

ধরে রাখতেই হবে তার এই সোনার খাঁচা।



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy