STORYMIRROR

💖Susmita Goswami💖

Tragedy Others

4  

💖Susmita Goswami💖

Tragedy Others

ছেলে

ছেলে

2 mins
260

অনেক কষ্টেও সহজে, কাঁদতে পারি না আমি 

আমার কাছে নাকি, পুরুষালী ইগোটাই দামী! 

কোনো মেয়ের সহজে ভরসা পারি না হতে

সহজেই "ধর্ষক" এর ছাপ পড়ে হাতেনাতে। 

আমরাই নাকি বধূ নির্যাতন, করি সবসময়? 

ফেমিনিজমের আড়ালেই বধূর অপরাধ রয়ে যায়! 

যেটা দেখে না কেউ, জানতেও কেউ চায় না 

শুধু সবক্ষেত্রেই পুরুষ দোষী, নারীর দোষ থাকতে পারে না। 

সহজে নারী কাঁদতে পারে আমাদের বুক জড়িয়ে 

আমাদের আর দুঃখ নেই, দিই সহজে কাটিয়ে। 

ছেলে বলেই তো চিরটাকাল একই কথা শুনি

সবার জন্য খাটতে খাটতে নিজের স্বপ্ন বুনি। 

কিনব ভাবি দোকান থেকে নিজের জন্য কিছু 

অমনি মা, অমনি প্রেমিকা ডাক দেয় মোর পিছু। 

সখ থাকলেও পূরণ করি না বাবার মুখ চেয়ে। অনেক কষ্টে তো বড় হয়েছি, না খেতে পেয়ে। 

ছেলেবেলায় স্কুলে পড়ার পর হঠাৎ শুনি যখন;

"পড়া ছেড়ে কাজ করতে হবে" এটা মানতে চায় না মন। 

থেমে গেল পড়া আর মরে গেল আমার স্বপন।  

কাজে ঢুকলাম অল্প বয়সেই, টাকাই যে আমার রতন।

কম টাকার চাকরি পেলে প্রেমিকা যায় ছেড়ে

পকেট ভর্তি টাকা থাকলে, সেই মেয়েই হাত ধরে! 

কোনো মেয়ে আবার হয় এমন, আমার সম্পত্তি কে নয়

"আমি" এই ছেলেটাকে করে হারিয়ে ফেলার ভয়। 

পাশে দাঁড়ায় আমার সুসময়ে আর দুঃসময়ে

চিরটাকাল থাকে আমার হাত ধরে সাথী হয়ে। 

তার মুখের হাসি আর মায়ের স্নেহের হাত

শত যন্ত্রণা, শত লড়াই তাই করতে পারে না কুপোকাত। 

ছেলেদের নাকি কষ্ট নেই, হয়না তারা আহত

তাই শত কেটে গিয়েও, শত প্রহারেও বেরোয় না আমার রক্ত! 

কারণ আমি তো শক্তিশালী, যন্ত্রণা আমার থাকতে নেই। 

তাই তো আমি বুকের মাঝেই সব ব্যথা কে রাখতে চাই। 

মনের ব্যথা, প্রাণের ব্যথা, দেহের ব্যথা আর যা ব্যথা

সবটা চেপেও বলি আমি, ভেবো না তোমরা আমার কথা। 

সবসময়তেই নাকি ঠিক আছি আমি, সব নাকি নারীর যাতন?

নারীর দিক দেখতে গিয়ে পুরুষের খেয়াল রাখা হয় না তেমন। 

নারীরও কষ্ট আছে সেটা করব না কভু অস্বীকার  

কিন্তু পুরুষ ই বা কেন হবে সবসময় প্রাচীর দুর্নিবার? 

কষ্ট ভুলে থাকতে আমি করি যখন নেশা

পাই না আমি তখনো কোনো সুখ শান্তির দিশা।

কারণ আমার একটাই পরিচয়, আমার শক্ত মন 

তাই তো আমি সব পরিস্থিতি করতে পারি দমন। 

কেউ ভাবে না আমাদের কথা, দেখে শুধু খারাপ দিকটাই

ধর্ষন, বধূ নির্যাতন, চরিত্রের নাকি মোদের ঠিক নাই। 

তবুও গোটা পরিবারের কথা আমি সবসময় ভাবি। 

তাই তো আমি বলতে চাই না নিজের কোনো দাবি। 

নিজে বাঁচি বা নিজে মরি, পরিবারকে আমি বাঁচাই। 

তাই তো আমি সারাজীবন করি অনন্ত লড়াই। 

রক্তপাত, ক্ষত, প্রতারণা আর অপমান 

সবকিছু আমায় তৈরি করে হতে শক্তিমান! 

রোদে পুড়ি বা বৃষ্টিতে ভিজি, তবুও মাথায় থাকে চিন্তা

ঘরেতে আমি; মা, বাবা, পরিবারকে খাওয়াবো কি শুধুই পান্তা? 

ঘরে আমার আছে ছোট ছোট ছেলেমেয়ে, তারা পাবে না কি সুখ শান্তি ? 

এটাই তো একটা ছেলের জীবন, যেখানে নেই কখনো ক্লান্তি!! 

ছেলে মানেই যে খারাপ, তা কিন্তু নয়। 

তাদেরও বুকের বামদিকে, আছে একটা হৃদয়। 

ছেলেদের জীবনেও আছে লড়াই, আছে অনেক কষ্ট 

ছেলে হয়ে জন্মালেই, বুঝবে তুমি স্পষ্ট!! 

 



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy