STORYMIRROR

💖Susmita Goswami💖

Inspirational

4  

💖Susmita Goswami💖

Inspirational

নারী যোদ্ধা।

নারী যোদ্ধা।

1 min
371

হইতো নেই হাতে তির ধনুক ,

নাই বা জানে অস্ত্র চালাতে ।

কিন্তু এক নারী কি যোদ্ধা নয় ,

যে পারেনা শত সমস্যা থেকে পালাতে ।।

ছোটবেলায় পড়ার পালা ,

তারপর মা বাবার স্বপ্ন পূরণের আশ্বাস ।

প্রাণপণে নিজের পায়ে দাঁড়ানোর লড়াই ,

না ভাঙতে পারে পরিবারের বিশ্বাস ।।

প্রতিমাসে সেই চারদিনের জ্বালা

মাসিকের ব্যথায় হৃদয় ফালাফালা 

এখানেই শেষ নয় , এবার পালা

এক অচেনা লোকের হাত ধরে

নতুন জীবনের প্রারম্ভ ।

জানে না সে তার নিজের সাথী কেমন

যার সাথে করবে নতুন জীবন আরম্ভ ।।

কত আশা কত আবেগ নিয়ে যায় ,

নতুন করে ঘর বাঁধতে ।

কিন্তু চাকুরীর পরিশ্রম মাথায় নিয়ে ,

বাড়িতে এসে পুনরায় হই রাধতে ।।

শুধু এটাই নই , নতুন শিশু মানুষ করা

তারই দায়িত্ব এর মধ্যে পরে ।

এর পর বার্ধক্যের আশা করে ,

তার লালিত পালিত সন্তানের কাছে ।

কিন্তু কি সবাই পায় সেই সুখ ,

নাকি পরে থাকে বৃদ্ধাশ্রমের কাছে ।।

একটি মেয়ে , শিশু থেকে বার্ধক্য পর্যন্ত

যেই সমস্যা গুলো হাসিমুখে পেরিয়ে যায় ।

সেই কি এই সমাজের ,

একজন বড় যোদ্ধা নয়? 


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational