সেই মেয়েটা
সেই মেয়েটা


সেই মেয়েটা অমাবশ্যায় আলোর ছটা
চর্তুদিক জুড়ে,
সেই মেয়েটা আপোষ নয় হেঁটে ছিল পথ
প্রতিবাদী ভীড়ে।
সেই মেয়েটা হাতে খড়্গ অসুর
নিধনে বারবার,
সেই মেয়েটা ভেঙেছিল একদিন মিথ্যে
সমাজের অহংকার।
সেই মেয়েটা দূরে কিম্বা কাছে; অনেক নামেই চিনি,
সেই মেয়েটা কালী ; সেই ভবতারিণী।
সেই মেয়েটা আর পায় না ভয়,
সেই মেয়েটা বাঁধা পেরিয়ে ছুঁয়েছিল স্বপ্নের জয়।
সেই মেয়েটা দিনগুলো তার চলছে এখন
সুজন সাথে,
সেই মেয়েটা দুঃখ বিপদ একাই পারে
সামলে নিতে।
সেই মেয়েটা জীবন স্রোতে ভাসতে ভাসতে
মাটি থেকে পাথর হয়েছে মন,
সেই মেয়েটা চলার চিহ্নে সুখী গৃহকোণ।
সেই মেয়েটা শক্তি রূপে চোখে অগ্নিবন্যা,
সেই মেয়েটা খুব সাধারণ আসলে অসামান্যা ।