STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

4  

Manik Goswami

Classics Inspirational

আবার সেদিন সকাল হবে

আবার সেদিন সকাল হবে

1 min
407


আবার সেদিন সকাল হবে

মানিক চন্দ্র গোস্বামী


সেদিন আবার সকাল হবে,

রাতের কালিমা ঘুচবে যবে,

আঁধারের ঘোর কাটবে তবে,

নতুন বছর শান্তি দেবে,

আবার সেদিন সকাল হবে।


মানুষের মুখে ফুটবে কথা,

উপশম হবে সকল ব্যথা,

নিঃশেষ হবে অন্যায় প্রথা,

মানুষ সেদিন মানুষ হবে,

আবার সেদিন সকাল হবে।


হিংসা দ্বেষের পতন হবে,

লোভ লিপ্সা খতম হবে,

নম্র ভদ্র মানুষ হবে,

ভ্রাতৃ ভাবের উদয় হবে,

আবার সেদিন সকাল হবে।


দুঃখ দৈন্য ঘুচবে যবে,

যেদিন দুমুঠো খাবার পা

বে,

ক্ষুধার জ্বালা মিটবে তবে,

শিক্ষার ফল মিলবে যবে,

আবার সেদিন সকাল হবে।


জাতির যেদিন প্রগতি হবে,

জাতপাত সব সমান হবে,

কর্ম যেদিন প্রাধান্য পাবে,

ঘাম ঝরানোর মূল্য পাবে,

আবার সেদিন সকাল হবে।


যেদিন নারী সম্মান পাবে,

পুরুষের তালে তাল মেলাবে,

এগিয়ে চলার মন্ত্র দেবে,

উজল পথের দিশারী হবে,

আবার সেদিন সকাল হবে।


অপরাধ ইচ্ছা বিনাশ হবে,

অপরাধীর চরম শাস্তি হবে,

ন্যায়ের পথে চলবে যবে,

প্রেমের ছবি ফুটবে ভবে,

আবার সেদিন সকাল হবে।



Rate this content
Log in

Similar bengali poem from Classics