ভাবতে ভালো লাগে
ভাবতে ভালো লাগে
ভাবতে ভালো লাগে
মানিক চন্দ্র গোস্বামী
জীবন নিয়ে ভাবতে লাগে ভালো,
ভরে রয়েছে নিশির আঁধার কালো,
বৃন্তচ্যুত হয়ে গেছি সেই কবে,
পিতার আশীর্বাদ হারিয়েছি শৈশবে।
দুর্ঘটনায় দুমড়ে যাওয়া বিবর্ণ স্বত্ত্বাটিকে,
মসৃন পথে নেবার বাসনা ক্রমেই হয়েছে ফিকে।
অখেয়ালেই লক্ষ্য হারিয়ে মনের ওপর চাপ,
ছিন্নমূলের শরীর জুড়ে অকারণ অনুতাপ।
এলোমেলো বাতাসে ভ্রষ্ট হয়েছে পথ,
স্বপ্নে ভেসে ভিন্ন দেশে পুরিবে মনোরথ।
বিকল্প পথে সমস্যার সমাধানটি চেয়ে,
কষ্ট সাথে নিপীড়ণের যাতনা বুকে বয়ে,
উড়তে থাকি দেশান্তরে, ভুলে গেছি নিজ গাঁয়ে,
আশা রাখি নতুন প্রভাতে দূর হবে সংশয়ে।
জীবনী শক্তি যতকাল রবে আশায় বেঁচে রবো,
মনের আনন্দে হাওয়ার তালে খুশি মনে ভেসে যাবো।
মনের দৃঢ়তা বাড়িয়ে দেবে সাহস শক্তি যত,
হার না মানা হারের মন্ত্র জীবনের রবে ব্রত।
