ইতিহাস
ইতিহাস


ফিল্ম বা ছায়াছবি- জনপ্রিয়তম শিল্পকলা
- এখন যে-রকমের, একদা ছিলো না
খোলামেলা পিনোদ্যত- এরকম।
যখন শুরু হয়েছিলো
ফিল্মের কাহিনী-গল্প ছিলো সাদামাটা
মার্জিত যেখানে 'চুমু' বিষয়টি ছিলো কল্পনাতীত, যৌনতা থাকলেও প্রকাশ ভঙিমা ছিলো
ইনডিরেক্ট- ছোঁয়া বোঝানো হতো না-ছুঁয়ে।
বিবর্তনের সূত্র ধরে ফিল্ম হয়ে উঠতে চাইলো
আধুনিক।
প্রসঙ্গত চুমু' র দৃশ্য সজ্জিত হবার
সিদ্ধান্ত পাকা হলো।
লজ্জা আর সংস্কার - চুমু খেতে রাজি হচ্ছে না অভিনেত্রী কেউ।
অনেক চেষ্টায় হ্যারিকেন দিয়ে খুঁজেটুজে
একজন পাওয়া গেলো যে- রমণী সম্মত হলেন
চুমু খেতে।-
তিনিই আধুনিকতার প্রথম পুরোহিত।
ইতিহাস হয়তো তাকে মনে রাখেনি
কিন্তু ইতিহাস তিনি সৃষ্টি করে গেছেন।
উৎসমুখ হারিয়ে গেলেও ইতিহাস থেকে যায়।