এসো বিবেকানন্দ
এসো বিবেকানন্দ


***এসো বিবেকানন্দ***
হে গৈরিক বসনধারী সন্ন্যাসী বীর
দেখিনি তোমার মত দ্বিতীয় যোগী
এমন শান্ত ধীর স্থির,,,
চেতনায় শৌর্য-বীর্যে নির্ভীকতায়
এযাবত আর আছে কেহ কোথায়?
তোমার বাণী"বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর"
রেখেছি হৃদয়ে গেঁথে কথাখানি শতভাগ চেষ্টা করি
যখন যেমনটা পারি,,,
অস্পৃশ্যতা ধর্ম-বর্ণ নিয়ে তুমি বলে গিয়েছিলে
বড্ড ব্যথা লাগে প্রাণে যখন দেখি
ধনী-দরিদ্র্যের ধর্ম-বর্ণের ভেদাভেদ হিংসা-দ্বেষ ভাব
এখনো সজাগ এই দেশে,,,
এসো বিবেকানন্দ আরো একবার
মানবজাতির বিবেক জাগুক এবার।
©Sipra Debnath.