চাওয়া-পাওয়া…
চাওয়া-পাওয়া…


দেখতে চাইছি উল্লাস
ডানাহীন হয়ে উড়তে উড়তে…
আঁকতে চাইছি রোদে ভিজা শীতের দূপুর
অঙ্ক খাতার লাস্ট পেজগুলোতে …
লিখতে চাইছি সহজ উত্তর কঠিন প্ৰশ্নের
ছন্দ মিলিয়ে কবিতার ডাইরিতে…
আর গাইতে চাইছি এক রাস বাংলা গান
আমার দরজা বন্ধ রুমের ভিতরে…
যদিও বাস্তবে দেখছি স্বপ্ন
আর স্বপ্ন দেখাচ্ছে বাস্তব
তবুও মেনে নিতে দোষ কি,
"জীবন কেবল কর্ম নয় জীবন একটা উৎসব"…