ইঁদুর দৌড়
ইঁদুর দৌড়


ধুলো জমে, পোকা ধরে,
ঘরের কোণে ছেড়া ক্যানভ্যাস পরে থাকে,
নিখোঁজ হয় যত্নে রাখা রং তুলির বাক্স,
বিকেল হলে বাজে না আর সেই হারমোনিকা বেসুরো,
রাতভোর জ্বলে না table lamp-এর আলো,
মাঝেসাঝে inbox-এ অযথা কবিতাও আসে না কোন,
বর্ষাকালে drain-এর ধারে ভাসে না কাগজের নৌকা,
দুপুরগুলো শান্ত কাটে, বোবা হয়ে গেছে সেই উল্লাসের ভোকাট্টা…
শুধু ছুটছি সবাই, ঘড়ির কাঁটায়,
চশমা পরেও ঝাপসা দেখায়,
বন্দী হয়ে cubicle খাঁচায়,
আস্তে আস্তে হারিয়ে যাচ্ছি spreadsheet-এর পাতায় পাতায়…