স্বাধীনতা আমার...
স্বাধীনতা আমার...


দেখতে কি পারছো তুমি ?
তোমার স্বাধীন দেশ আর তাঁর synthetic স্বাধীনতা…
দেখে যাও,
দেখে যাও রাস্তার ধারে এঁঠো কাপ ধুচ্ছে ,
পাড়ায় পাড়ায় লোকের ঘড়ে কাজও করছে, আমার স্বাধীনতা…
প্রখর রোদে লোহা টিনা প্লাস্টিকের সুর ধরছে
আবার প্রচন্ড শীতে বাস স্টান্ডের এক কোনায়ে খালি গায়ে কাঁপছে, আমার স্বাধীনতা…
খুব খিদেতে পকেট মারছে
বা গ্যারেজ বসে puncture সাড়াচ্ছে, আমার স্বাধীনতা…
কোথাও লোকের অস্লিল ভাষার মাঝে নীরবে কাঁদছে,
আবার কোন হোস্টেলের ফ্যান থেকে ঝুলছে,
আমার স্বাধীনতা…
সীমানায়ে বুলেটে বুলেটে শহীদ হচ্ছে
আর একের পর এক মোমবাতি মিছিলে বোবা হয়ে যাচ্ছে, আমার স্বাধীনতা…
অন্ধকার গলিতে শরীর কেনা বেচা, দিনের বেলায় ভাত খাবে বলে
আবার হাতের মুঠো থেকে মরচে পরা স্বপ্নগুলো ফেলে dendrite গুঁজেছে , আমার স্বাধীনতা…
দেখে যাও,
দেখে যাও তিরাঙ্গার তিন রং আলাদা হচ্ছে,
দেখে যাও সন্ত্রাসের শিকার হচ্ছে,
দেখে যাও দিন রাত কত কতবার লাঞ্ছিত হচ্ছে,
তোমার স্বাধীন দেশে আমার স্বাধীনতা…
দেখতে কি পারছো তুমি ?
একটা স্বাধীন দেশ দিলে,
স্বাধীনতা দিলে না…