যথাযত যথার্থ
যথাযত যথার্থ
দিনের পর দিন বালির মত পিছলে যাচ্ছে সময়,
অন্বেষণ অনুসন্ধান করছেন প্রাপ্ত হত্তয়ার জন্য নিজের নতুন পরিচয় |১|
জীবনে হবেন নব নব্য বদনের সহিত সাক্ষাৎকার,
অথচ আবশ্যক নেই সাবেক আনানের তিরস্কার |২|
সম্মুখীন হবেন অনেক অনেক নবীন সাম্প্রতিক বিষম পরিস্থিতি,
যাহার অসময় উপস্থিতির জন্য বিচলিত রাখবার নেই নিজের মনঃস্থিতি |৩|
ক্ষণ ক্ষণ অবিরত অনবরত হচ্ছেন অতিবাহিত,
বর্তমান নিমিষগুলি পরিণত হবেন অবিস্মরণীয় অতীত |৪|
সতত রাখতে হবেন নি
র্মল মন,
বিকল ব্যাকুল থাকি নেই কিছু প্রয়োজন |৫|
এই সীমিত জীবনে পাবেন বিভিন্ন অনুভূতি,
চিরদিন হৃদয়ে চিরস্থায়ী থাকবেন ভিন্ন অভিন্ন স্মৃতি |৬|
কোথায় আছে কোনো বিকল্প,
এক অন্তরালে সবকিছু লাগে এক চিরস্মরণীয় গল্প |৭|
জীবন-যাপন হেতু অনিবার্য্য যে স্বাস্থ্য জীবিকার ধন,
সময়োচিত অপরিহার্য যে ইন্ধন সংসাধন বিদ্যাধন |৮ I
সর্বদা অকাট্য সত্য যে যথাযত যথার্থ ,
সার্থক সুকর্মের দ্বারা জীবন্ত জীবন হবেন চরিতার্থ |৯|