STORYMIRROR

Indranil Majumder

Classics Inspirational Others

5.0  

Indranil Majumder

Classics Inspirational Others

বাংলা ভাষা টিকিয়ে রেখেছে যারা

বাংলা ভাষা টিকিয়ে রেখেছে যারা

1 min
443


বাংলা ভাষা টিকিয়ে রেখেছে যারা

--> ইন্দ্রনীল মজুমদার


বাংলা ভাষা টিকিয়ে রেখেছে,

কোনও অতি ভদ্রসভ্য ব্যক্তি নয়।

বাংলা ভাষা টিকিয়ে রেখেছে,

কোনও নেতা-মন্ত্রী- দল নয়।

বাংলা ভাষা টিকিয়ে রেখেছে,

কোনও আভিজাত্য স্কুল নয়।

বাংলা ভাষা টিকিয়ে রেখেছে,

কোনও তথাকথিত বুদ্ধিজীবী নয়।

বাংলা ভাষা টিকিয়ে রেখেছে,

কোনও তথাকথিত সুশীল সমাজ নয়।


বরং, বাংলা ভাষা টিকিয়ে রেখেছে,

গ্রাম

বাংলার দরিদ্র কৃষকরা।

বাংলা ভাষা টিকিয়ে রেখেছে,

বাংলার শ্রমজীবী মানুষেরা।

বাংলা ভাষা টিকিয়ে রেখেছে,

গ্রাম বাংলার মেয়েরা ও মায়েরা।

বাংলা ভাষা টিকিয়ে রেখেছে,

জানা-অজানা বাংলার সাহিত্যিকেরা।

বাংলা ভাষা টিকিয়ে রেখেছে,

বাংলা ভাষাপ্রেমী সংগঠনেরা।

বাংলা ভাষা টিকিয়ে রেখেছে,

বাংলার প্রকৃত শিক্ষিত সমাজ।

বাংলা ভাষা টিকিয়ে রেখেছে,

বাংলাকে যারা ভালোবাসে তারা।


(সকলকে জানাই 'অমর একুশ'-এর রক্তজবা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।)


Rate this content
Log in

Similar bengali poem from Classics