টাকা ছেড়ে মানুষ ধর
টাকা ছেড়ে মানুষ ধর


কুমির কুমিরকে খায় না,
কাক কাককেও নয়।
তবুও ওরা নিম্নস্তরের জীব।
মানুষ মানুষকে মারে,
মানুষ নিজেদেরই বেশি ক্ষতি করে।
মানুষ মেরুদণ্ডী উন্নত হয়েও
তার কিছু আচরণ অমেরুদণ্ডীদেরই মতোন।
মানুষ মানুষকে হয়ত চেনে না
চেনে শুধু টাকাকে।
দল ও ধর্মের নামে ভেদাভেদি করে,
তার আচরণ হার মানায় বাঁদরকে।
তাই বলি টাকা, লোভ লালসা ত্যাগ করে
মনুষ্যত্বের মান রাখো,
একে অপরকে ভালোবাসো।
মনে রেখ সেই আপ্ত বাণী-
“ মানুষ আপন, টাকা পর,
টাকা ছেড়ে মানুষ ধর।”