অগ্নিপথ
অগ্নিপথ
🙏অগ্নিপথ 🙏
তুমি আগুন জ্বালো?
আর আগুন নিয়ে খেলে আমাদের শাণিত কলম,,,
কিচ্ছু করতে পারবে না তুমি আর তোমাদের লোকেরা
এদিকে চেতনা টগবগিয়ে ফুটছে
অন্তর্দৃষ্টি জেগেছে,,,
এতদিন ধরে ঠকিয়ে এসেছ?
এবার তোমার জবাবদিহির পালা
কোটি কোটি মুখ তোমায় প্রশ্ন ছুঁড়ে দেবে
কি করবে তুমি? কোন প্রশ্নের জবাব দেবে?
তোমার লোকেদের চক্ষু লজ্জা মানবিকতা তুমি হনন করেছ,,,
ওরা ভালো মন্দ দেখতে পায় না
তোমার অঙ্গুলি হেলনে ওদের পথ চলা...
কলম নিঃশব্দে আগুন জ্বালায় নেভায়,,
আমাদের কলমে শুভারম্ভ হয়
আমাদের কলমই শেষ কথা।
© Sipra Debnath Tultul.
